শহরের একটি নামী বেসরকারি স্কুলের হেরিটেজ ভবন সংস্কারের বিষয়ে চার সদস্যের কমিটি গঠন করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি স্মিতা দাস দে-র অবকাশকালীন ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী সোমবার ওই হেরিটেজ ভবন
পরিদর্শন করে সংস্কারের বিষয় বিবেচনা করবেন স্কুল ও হেরিটেজ কমিশনের এক জন প্রতিনিধি এবং কলকাতা পুরসভার দু’জন এগ্জ়িকিউটিভ ইঞ্জিনিয়ার। সেই রিপোর্ট আদালতে জমা দিতে হবে ৫ জুন। সে দিনই মামলার পরবর্তী শুনানি। ডিভিশন বেঞ্চের নির্দেশ, পরিদর্শনের রিপোর্ট অনুযায়ী সংস্কারের বিষয়ে আদালতের নির্দেশ ছাড়াও জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে হেরিটেজ কমিশন ও পুরসভা। এর আগে ওই হেরিটেজ ভবন সংস্কারের আবেদন খারিজ করেছিল একক বিচারপতির বেঞ্চ। পরবর্তী কালে ওই বাড়ির ছাদ ভেঙে পড়ছে, এই যুক্তি দেখিয়ে জরুরি ভিত্তিতে সংস্কারের অনুমতি চেয়ে অবকাশকালীন ডিভিশন বেঞ্চে আবেদন করেন স্কুল কর্তৃপক্ষ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)