ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) খসড়া তালিকা নিয়ে বিভ্রান্তের সৃষ্টি হল হাওড়ার ডোমজুড়ের এক বুথে। ওই বুথে মোট ভোটারের সংখ্যা ১২৭০। তবে তার মধ্যে ৯৯৯ জনই না কি ‘প্রবাসী ভারতীয়’! অন্তত খসড়া তালিকার প্রথম পাতায় সেটাই উল্লেখ রয়েছে।
রাজ্য জুড়ে এসআইআরের শুনানিপর্ব চলছে। ‘ম্যাপিং’-এর বাইরে থাকা (আনম্যাপিং) ভোটারদের ডেকে পাঠানো হচ্ছে শুনানিকেন্দ্রে। যাচাই করে দেখা হচ্ছে নথি। সেই আবহে ডোমজুড়ের ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে। অভিযোগ, খসড়া তালিকায় না কি ৯৯৯ জনকে প্রবাসী ভারতীয় হিসাবে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ডোমজুড়ের সংখ্যালঘুঅধ্যুষিত নিবড়ার এক বুথে অধিকাংশ ভোটারকে ‘প্রবাসী ভারতীয়’ দেখানোয় বিভ্রান্তিতে পড়েছেন।
খসড়া তালিকার একে বারে উপরে পাতায় বিধানসভা, বুথ, ভোটকেন্দ্র ইত্যাদির যাবতীয় তথ্য থাকে। সেই পাতায় যে জায়গায় তালিকায় থাকা ভোটারদের অংশ নম্বর এবং নাম থাকে, সেখানে লেখা ‘৯৯৯ প্রবাসী ভারতীয়’! তবে ভিতরে তালিকায় সব ঠিক রয়েছে। আর সেই কারণেই বিভ্রান্ত ছড়িয়েছে।
আরও পড়ুন:
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ডোমজুড়ে। স্থানীয় তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এই বিভ্রান্তির জন্য আঙুল তোলে নির্বাচন কমিশন এবং বিজেপির দিকে। তবে বিজেপির দাবি, কমিশন স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। বিজেপির রাজ্য সভাপতি উমেশ রায়ের (রাই) দাবি, ‘‘কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না।’’ এই বিভ্রান্তি নিয়ে মুখ খুলেছে কমিশন। জেলার মুখ্য নির্বাচনী আধিকারিক পি দীপাপ্রিয়া এ প্রসঙ্গে বলেন, ‘‘খসড়া তালিকার প্রথম পাতায় (টপ সিট) একটা ভুল হয়েছে। তবে ভিতরে নাম রয়েছে। কী ভাবে এটা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। চূড়ান্ত তালিকায় সব ঠিক থাকবে। কোনও সমস্যা হবে না।’’