সকালে গঙ্গার পারে এসে দাঁড়িয়েছিলেন। পারে বসেছিলেন কিছু ক্ষণ। তার পরই হঠাৎ নদীতে ঝাঁপ দেন ২৫ বছরের এক যুবতী। মঙ্গলবার এই ঘটনায় শোরগোল হুগলির চন্দননগরের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চন্দননগর জোসেফ স্কুলের ঠিক উল্টো দিকে গঙ্গায় ঝাঁপ দেন এক যুবতী। পরে তাঁর পরিচয় জানা গিয়েছে। নদীর পারে পাওয়া গিয়েছে তাঁর মোবাইল এবং একটি চিঠি। পুলিশ মনে করছে ওটি সুইসাইড নোট।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, যুবতীর নাম মানালি ঘোষ। বয়স ২৫ বছর। চন্দননগরের বাগবাজারে বাড়ি। ইতিমধ্যে তাঁর বাড়িতে খবর পাঠানো হয়েছে। যুবতীর খোঁজে গঙ্গায় বোট নিয়ে তল্লাশি করছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।