উপকূলরক্ষী বাহিনীর আইজি-র ‘ভুয়ো’ পরিচয়ে চাকরি করে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে চন্দননগরের এক যুবককে নিউ টাউনের একটি আবাসন থেকে শুক্রবার গ্রেফতার করল পুলিশ। ধৃত সুপ্রিয় মুখোপাধ্যায়ের বাড়ি চন্দননগরের বিন্ধ্যবাসিনী পাড়ায়। তাঁর বাড়ির নেমপ্লেটে ১০ জনের মধ্যে ৫ নম্বরে তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ওই ‘ভুয়ো’ পরিচয়ও।
চন্দননগর কমিশনারেটের এক কর্তা বলেন, ‘‘সুপ্রিয়র উপকূলরক্ষী বাহিনীর আধিকারিক হওয়ারকোনও প্রমাণ মেলেনি। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে প্রতারণার জাল কত দূর বিস্তৃত, তা জানার চেষ্টাকরা হবে।’’
এলাকাবাসী জানান, মাঝেমধ্যেই সেখানে নীল বাতির গাড়ি নিয়ে আসতেন সুপ্রিয়। তাঁর সঙ্গেথাকতেন নিরাপত্তারক্ষীরাও। গোটা ঘটনায় স্থানীয় বাসিন্দারা অবশ্য হতবাক। তাঁদেরই একজনবলেন, ‘‘মাঝেমধ্যে ওঁকে দেখতাম। সামনে যাওয়ার সাহস হত না। সব সময় নিরাপত্তারক্ষীরা ঘিরে রাখতেন।’’
মাসখানেক আগে চন্দননগর থানায় এক ব্যক্তি সুপ্রিয়রবিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করায় পুলিশ তদন্তেনামে। নীলবাতির গাড়িটিও আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বেসরকারি সংস্থা থেকে নিরাপত্তারক্ষী ভাড়া করেছিলেন সুপ্রিয়। শুক্রবার তাঁকে চন্দননগর মহকুমাআদালতে তোলা হলে বিচারক৭ দিনের পুলিশ হেফাজতেরনির্দেশ দেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)