এলাকার ফুটপাত দখলমুক্ত করতে শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানে নামল চাঁপদানি পুরসভা। আগেই এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। পলতার ঘাট থেকে মুখার্জি গলি পর্যন্ত জিটি রোডের দু'পাশ দখলমুক্ত করা হয়। যে সব ব্যবসায়ী ফুটপাতের উপরে কংক্রিটের গাঁথনি করে ফেলেছিলেন, সেগুলি যন্ত্রের সাহায্যে ভেঙে সরিয়ে দেওয়া হয়।
এ দিন পুরসভার তরফে অভিযানে উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গিরিশ রানু, সহকারী ইঞ্জিনিয়ার শিবাশিস ভট্টাচার্য, টিটপ দাশগুপ্ত ও স্যানিটারি ইনস্পেক্টর শ্রীশ্যাম জয়সওয়াল। স্যানিটারি ইনস্পেক্টর জানান, স্বেচ্ছায় ৭০ শতাংশ ব্যবসায়ী তাঁদের অস্থায়ী ছাউনি সরিয়ে নিয়েছেন। যে সব ব্যবসায়ীরা নিকাশি নালার উপর কংক্রিটের স্ল্যাব পেতেছেন, তাঁদের তিন দিন সময় দেওয়া হয়েছে। কারণ, নিকাশি নালা সাফাই করতে সমস্যা হচ্ছে। তাঁরা স্ল্যাব সরিয়ে না নিলে ভেঙে ফেলা হবে। প্রচার চলছে। লাগাতার অভিযান চলবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)