Advertisement
১৯ এপ্রিল ২০২৪
cold storage

হিমঘরে বিস্ফোরণ, অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে মৃত এক প্রৌঢ়া!

অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হলে ওই প্রবীণা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি তারকেশ্বরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অসুস্থ হয়ে মৃত্যু হল হিমঘরের পাশের বাড়ির প্রৌঢ় এক মহিলার।

অসুস্থ হয়ে মৃত্যু হল হিমঘরের পাশের বাড়ির প্রৌঢ় এক মহিলার। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
তারকেশ্বর শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২২ ২২:৪৯
Share: Save:

হিমঘরে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ফেটে বিপত্তি। অসুস্থ হয়ে মৃত্যু হল হিমঘরের পাশের বাড়ির প্রৌঢ় এক মহিলার। পরিবারের দাবি, অ্যামোনিয়া গ্যাসে দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে তাঁর। তদন্ত করে দেখছে পুলিশ। তারকেশ্বরের মুক্তারপুর এলাকার ঘটনা।

মৃতের নাম শৈবা গড়াই। অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হলে ওই প্রবীণা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি তারকেশ্বরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান পঙ্কজ কারক বলেন, ‘‘দুপুরে অ্যামোনিয়া গ্যাস রিফিল করার সময় একটি সিলিন্ডার হঠাৎ ফেটে যায়। সেই সময় হিমঘরের শ্রমিকরা দুপুরের খাবার খেতে গিয়েছিলেন। নয়তো হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত।’’ হিমঘরের পাশেই ওই প্রবীণার বাড়ি। সেখানে গ্যাস ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও তারকেশ্বর থানার পুলিশ। জল দিয়ে সিলিন্ডারটি নিস্তেজ করা হয়। পঙ্কজ জানিয়েছেন, গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। মৃত মহিলার বোনপো কৌশিক দাস বলেন, ‘‘হিমঘরে আগেও অনেক বার গ্যাস লিকের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে আবারও গ্যাস বেরিয়ে দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। সেই সময় বাড়িতে মাসি একাই ছিলেন। ওই গ্যাসে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তারকেশ্বর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা থানায় অভিযোগ করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cold storage Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE