আগ্রাসনের রাজনীতি থেকে বাংলা ভাষা ও বাঙালিকে রক্ষা করতে হবে। এই ভাবনা নিয়েই সূচনা হল দক্ষিণ হাওড়া বইমেলার। শনিবার চুনাভাটিতে ন’দিন ব্যাপী বইমেলার উদ্বোধন করেন কবি সুবোধ সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল, ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ-সহ বিশিষ্ট ব্যক্তিরা। এ বারের মেলায় বইয়ের স্টল ছিল সত্তরটি। পাশাপাশি, খাবারের স্টল ছিল ১০টি।
মেলার মূল উদ্যোক্তা তুষারকান্তি ঘোষ জানিয়েছেন, এলাকার প্রায় ৮০টি সাংস্কৃতিক সংস্থা প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করবে। সঙ্গীত পরিবেশন করবেন শিল্পীরা। তিনি বলেন, ‘‘মিলনমেলায় পরিণত হয়েছে বইমেলা।’’
মেলা প্রসঙ্গে সুবোধ বলেন, ‘‘একটা বই মানুষের জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। কোনও একটা গলিতে যখন এত বই আসে তখন সেটা আর গলি থাকে না, রাজপথে পরিণত হয়।’’
আরও পড়ুন:
প্রসঙ্গত, আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে গত বছর দক্ষিণ হাওড়ার বইমেলা শুরু হয়েছিল। সে বার থেকেই মেলার অন্যতম বার্তা ছিল, বাংলা ভাষা, সংস্কৃতি ও বাঙালি ঐতিহ্য বজায় রাখার। এ ভাবেই বাংলা বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তাও দেওয়া হয়েছিল। সেই মূল কথা মনে রেখেই এ বারেও সূচনা হল বইমেলার।