দীর্ঘ কয়েক বছর যাবৎ হাওড়ার বামনগাছিতে রেল সেতুর নির্মাণকাজের জন্য ওই রাস্তায় চারটি রুটের বাস অনির্দিষ্ট কালের জন্যবন্ধ রয়েছে। এরই প্রতিবাদে সোমবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসমালিক ও কর্মচারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ,দীর্ঘ দিন ধরে বাস অন্য রুটে চালানোর কারণে তাঁরা যাত্রী পাচ্ছেন না। ফলে, তাঁদের আয়ও কমে গিয়েছে। তাঁরা সংসার চালাতে পারছেন না। প্রায় পৌনে এক ঘণ্টা ধরেঅবরোধ চলার পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মান্ধাতার আমলের বামনগাছি রেল সেতু ভেঙে দিয়ে নতুন সেতু গড়তে প্রায় পাঁচ বছর আগে কাজ শুরু করেছিল পূর্ব রেল। প্রথম থেকেই ঢিমেতালে কাজ চলায় বেনারস রোডে যানজট ছিল নিত্যদিনের ঘটনা। বছর দুয়েক আগে সেতুর কাজের জন্য ওই রাস্তা দিয়ে চলা চারটি রুটের বাস বন্ধ করে দিতে হয় পুলিশকে। সে সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে চারটি রুটের বাস অন্য পথে চালানোর ব্যবস্থা করা হয়।
বাসমালিকদের অভিযোগ, বামনগাছি সেতুতে বাস চলাচল বন্ধ থাকায় প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছেন তাঁরা ওকর্মচারীরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে বাস চালিয়েও সংসার চালানো যাচ্ছে না। এ দিন সকালে তাই ক্ষুব্ধ বাসমালিক ও কর্মচারীরা সমস্ত বাস নিয়ে এসে বামনগাছি সেতুর কাছে বেনারস রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারী এক বাসমালিক রাখাল নন্দী বলেন, ‘‘ওই সেতুর উপর দিয়ে বাস চলাচল বন্ধ থাকলেও রাতের অন্ধকারে ওই রুট ধরে পুলিশের মদতে সেতুর উপর দিয়ে ভারী ভারী লরি নিয়ে যাওয়া হয়। আমরা চাই, পুলিশ আমাদেরও ওই পুরনো সেতু দিয়েই বাস চলাচল করতে দিক। তা না হলে ফের অবরোধ করা হবে।’’
এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘‘বিষয়টি নিয়ে আমরা পূর্ব রেলের সঙ্গে কথা বলে কিছু করা যায় কিনা দেখব। কারণ, ওই পুরনো, সঙ্কীর্ণ সেতু দিয়ে বাস চলাচলে ঝুঁকি রয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)