চাষের জমি থেকে বেআইনি ভাবে মাটি কেটে পুকুর ভরাটের অভিযোগ উঠল। রাজাপুর থানার বাণীবন পঞ্চায়েতের ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, বৃন্দাবনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশের জমি থেকে মাটি কেটে তিন চাকা গাড়ি করে প্রায় দু’কিলোমিটার দূরে বাণীবন জোড়াপোলের কাছে একটি পুকুর ভরাট চলছে। দিনের আলোয় এই কাজ চললেও কেন পুলিশ-প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এলাকাবাসী জানান, এই মাটি কাটার ফলে যেমন জমির চরিত্র নষ্ট হচ্ছে, তেমনই পুকুর ভরাট হয়ে গেলে এলাকার নিকাশি সমস্যা নিয়েও চিন্তিত তাঁরা। পাশাপাশি, দিনের বেলায় তিন চাকা গাড়ির মাটি নিয়ে যাতায়াতের ফলে রাস্তাতেও পড়ছে মাটি। আর তাতে পিছলে পড়েদুর্ঘটনা ঘটছে বলে জানান বাসিন্দারা। গোরা অধিকারী নামে এক গ্রামবাসীর কথায়, ‘‘গরিব চাষিদের টাকারলোভ ও ভুল বুঝিয়ে জমি থেকে মাটি তোলা হচ্ছে।’’
যদিও ভরাটের কথা অস্বীকার করে পুকুরের মালিক শেখ আলমগির বলেন, ‘‘পুকুরের এক পাশ দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে, সে জন্য খানিকটা ভরাট করা হচ্ছে। এতে জল নিকাশির সমস্যা হবে না।’’
উলুবেড়িয়া ২ ভূমি দফতরের আধিকারিক রমা বিশ্বাস বলেন, ‘‘মাটি কাটা বা পুকুর বোঝাই সংক্রান্তকোনও অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত করা হবে।’’ আর হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘বেআইনি ভাবে কোনও গাড়ি মাটি কাটলে বা পুকুর ভরাট করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, গাড়িও বাজেয়াপ্ত করা হবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)