Advertisement
১১ মে ২০২৪
Uluberia

Train: কাপলার খুলে বিপত্তি, বিচ্ছিন্ন ডাউন উলুবেড়িয়া লোকালের কয়েকটি বগি

আবাদা স্টেশনে ঢোকার সময় আচমকা দু’টি বগির কাপলার খুলে যায়। তার জেরে কয়েকটি কামরা ট্রেনের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

খুলে গিয়েছে দুটি কামরার কাপলার।

খুলে গিয়েছে দুটি কামরার কাপলার। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১২:৫৫
Share: Save:

দু’টি বগির কাপলার খুলে বিচ্ছিন্ন হয়ে গেল লোকাল ট্রেনের কয়েকটি কামরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে হাওড়া-খড়্গপুর রেলপথের আবাদা স্টেশনে। ওই ঘটনার তদন্ত হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ উলুবেড়িয়া স্টেশন থেকে ছাড়ে ডাউন হাওড়া লোকাল। আবাদা স্টেশনে ওই লোকাল ট্রেনটি সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ ঢুকছিল। সেই সময় আচমকা দু’টি বগির মধ্যেকার কাপলার খুলে যায়। তার জেরে কয়েকটি কামরা ট্রেনের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। চালক ট্রেন থামিয়ে দেন। কেউ হতাহত না হলেও এমন পরিস্থিতির জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কেএস আনন্দ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। যাত্রীদের অন্য ট্রেনে তুলে তাঁদের হাওড়া স্টেশনের উদ্দেশে পাঠানো হয়। রেলের দাবি, কাপলার খুলে যাওয়া ওই লোকাল ট্রেনটি মাঝের লাইন দিয়ে যাচ্ছিল। ফলে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uluberia Screw Coupling local train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE