সাড়ে চার বছরের এক শিশুকন্যাকে যৌন নিগ্রহের ঘটনায় বছর পঞ্চাশের এক প্রৌঢ়কে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। শুক্রবার বিকেলে বিশেষ পকসো আদালতের বিচারক অরুন্ধতী ভট্টাচার্য চক্রবর্তী এই রায় দেন।
আদালত ও পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালের ২৭ জুলাই হুগলিৃ জেলার ওই শিশুটি বাড়ির সামনে খেলছিল। প্রতিবেশী ওই ব্যক্তি (সম্পর্কে দাদু) ওই শিশুটিকে ৫ টাকার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি আসে। রাতে ঘুমোনোর সময় শিশুটি তার মাকে ঘটনার কথা জানায়। পরের দিন শিশুর পরিবার থানায় অভিযোগ দায়ের করে।
পুলিশ পকসো (শিশুকে যৌন নির্যাতন) ধারায় মামলা রুজু করে তদন্তে নামে। গ্রেফতার হয় ওই পড়শি। এই মামলায় সরকার পক্ষের আইনজীবী ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায় জানান, তদন্তকারী অফিসার পিয়ালি বিশ্বাসের সহযোগিতায় মোট ১৩ জনের সাক্ষেরর ভিত্তিতে পকসো আইনে ৩৭৬ (২) (জে) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৭৬ (এ, বি) ধারায় ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
রাজ্য সরকারকে ক্ষতিপূরণ হিসেবে নির্যাতিতার পরিবারকে ৫০ হাজার টাকা দিতে নির্দেশ দেওয়া হয়। এমন রায়ে খুশি শিশুটির পরিবার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)