সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হয়ে গেল চুঁচুড়ার ডানলপে। তার জেরে পথে বেরিয়ে ভুগতে হল দুই জেলার সাধারণ মানুষকে। কারণ, বাস অমিল। ট্রেকারও কম। বাস-ট্রেকার ভাড়া করে বিজেপি কর্মী-সমর্থকেরা গিয়েছিলেন মোদীর সভায়। সে জন্য বিভিন্ন রাস্তায় যানজট তো হলই, গন্তব্যে পৌঁছতে সাধারণ মানুষকে বাড়তি গ্যাঁটের কড়িও গুনতে হল।
আমতার মহম্মদ ইয়াসিন হুগলির জনাইয়ের একটি অফিসে চাকরি করেন। সকালে পথে বেরিয়ে তিনি নাকাল হন। তাঁর কথায়, ‘‘আমতা কলেজ মোড়ে অপেক্ষা করেও বাস পেলাম না। শেষে ট্রেকারে করে ভেঙে ভেঙে অফিসে গেলাম।’’
আর এক ভুক্তভোগী পান্ডুয়ার মন্ডলাই গ্রামের ঝর্না টুডু। তিনি বলেন, ‘‘প্রতিদিন সকাল সাড়ে ন’টার ট্রেন ধরে হাওড়ায় কাজে যাই। মণ্ডলাই থেকে বাসে পান্ডুয়া স্টেশনে যেতে হয়। বাস না-থাকায় আজ বেশি খরচ করে অটোয় স্টেশনে যেতে হয়েছে।’’
ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে এখন প্রি-বোর্ডের পরীক্ষা। ফলে, নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে যেতে হয়েছে। কিন্তু সপ্তাহের প্রথম দিন সেই যাত্রা সহজ হয়নি। ভুগতে হয়েছে অফিসযাত্রীদেরও। অনেকে ভাড়াগাড়ির ব্যবস্থা করেন।