এলাকার নিকাশি নালা উপচে পড়ছিল। তাই সাফ করতে এসেছিলেন পুরকর্মীরা। কিন্তু হাজার চেষ্টাতেও কিছু হচ্ছিল না। নালার ভিতরে কোথাও যেন একটা কিছুতে আটকাচ্ছিল। শেষে নিকাশি নালার উপরে থাকা কংক্রিটের স্ল্যাব তুলে পুরকর্মীরা দেখলেন, ভিতরে উপুড় হওয়া অবস্থায় আটকে রয়েছে এক প্রৌঢ়ের দেহ!
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বেলুড়ের গিরিশ ঘোষ রোডে। রাত পর্যন্ত ওই প্রৌঢ়ের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁকে গত কয়েকদিন ধরে এলাকাতেই ঘোরাফেরা করতে দেখেছেন তাঁরা। প্রৌঢ়ের কথাবার্তা ছিল অসংলগ্ন। স্থানীয় সূত্রের খবর, গিরিশ ঘোষ রোডের নিকাশি নালাটি সাফ করার জন্য এ দিন সকালে বালি পুরসভা থেকে সাফাইকর্মীরা এসেছিলেন।নালার ভিতরে কোনও আবর্জনা আটকে আছে ভেবে বাঁশ দিয়ে খোঁচানো হলেও কিছু হয়নি। এর পরেই নিকাশি নালার উপরে চাপা দেওয়া স্ল্যাব তোলেন পুরকর্মীরা। বেলচা দিয়ে পাঁক তোলারচেষ্টা করতেই প্রথমে উঠে আসে একটি পা। এর পরেই দেখা যায়, নিকাশি নালার ভিতরে উপুড় হয়ে আটকে আছে একটি মৃতদেহ। তাতেই এলাকায় হই হই বেধে যায়। মেরেকেটে এক ফুট চওড়া নিকাশি নালার ভিতরে এক জন প্রাপ্তবয়স্কের দেহ এল কী ভাবে, তা নিয়েইসন্দেহ দানা বাঁধে।
খবর পেয়ে বেলুড় থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, গত ৩ মার্চ এলাকায় শেষ বারের মতো ঘোরাফেরা করেছেন ওই প্রৌঢ়।তাঁর দেহের ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্টে অস্বাভাবিক কিছু মেলেনি। তবে, মদ্যপানের প্রমাণ মিলেছে। প্রৌঢ়ের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)