দ্বারকেশ্বর নদের চরে ভাগাড় করা নিয়ে আরামবাগ পুরসভার বিরুদ্ধে দূষণের অভিযোগ ছিলই। এ বার বর্ষার মরসুমে সে সব আবর্জনা বয়ে নিয়ে গিয়ে একেবারে নদের পাড়ের কাছে রাখা হচ্ছে। নদ ভরে উঠলেই সে সব ভাসবে বলে আশঙ্কা পরিবেশপ্রেমীদের। সেচ দফতরও সরব হয়েছে।
মহকুমা সেচ দফতরের সহকারী ইঞ্জিনিয়ার দীনবন্ধু ঘোষ বলেন, “নদের খাতে আবর্জনা পড়ায় নিশ্চিত ভাবেই জলদূষণ হবে। আমাদের উদ্বেগের বিষয়টা পুর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অবিলম্বে যাবতীয় বর্জ্য সরিয়ে ফেলতে বলা হয়েছে।” একইসঙ্গে দীনবন্ধুবাবুর অভিযোগ, “শুধু পুর এলাকাই নয়, নদ বরাবর বিভিন্ন পঞ্চায়েত এলাকার আবর্জনা পড়ার জন্যেও নদ দূষিত হচ্ছে। পঞ্চায়েত কর্তাদেরও সচেতন করা হচ্ছে।”
পুরপ্রধান সমীর ভান্ডারী বলেন, “আমাদের আবর্জনা ফেলার জায়গা নিয়ে সমস্যা আছে ঠিকই তবে নদের গায়েই ফেলা হচ্ছে বলে জানা ছিল না। বিষয়টা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”