বছর পাঁচেক আগে উচ্চ মাধ্যমিকে ভাল ফল করেছিলেন। সে জন্য পুরস্কার নিতে পাঁচলা নয়াচক যদুনাথ হাই স্কুলে ডাক পেয়েছিলেন সেখানকার প্রাক্তনী মউলি মণ্ডল। অনুষ্ঠান-মঞ্চে উঠে পুরস্কার নিয়েই তিনি স্কুলের উন্নয়নে দান করে গেলেন ২০২১ সালে কন্যাশ্রীতে পাওয়া ২৫ হাজার টাকা। করতালিতে মুখরিত হল অনুষ্ঠানস্থল।
মউলি এখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এমএ পড়ছেন। ২০১৯ সালে তিনি ওই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে আমতার রামসদায় কলেজে ভর্তি হয়। ২০২১ সালে তাঁর ব্যাঙ্ক অ্যাউন্টে কন্যাশ্রীর ২৫ হাজার টাকা ঢোকে। তাঁর কথায়, ‘‘তখনই ভেবেছিলাম এই টাকা খরচ করব না। স্কুলের উন্নয়নে দিয়ে দেব। তারপর সময় হয়ে ওঠেনি। স্কুল থেকে যখন পুরস্কারের চিঠি পেলাম, তখনই ঠিক করলাম অনুষ্ঠানেই টাকাটা দিয়ে দেব।’’
এ দিন ওই স্কুলে বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। সেখানেই পুরস্কার হিসেবে মউলির হাতে স্কুল কর্তৃপক্ষ তুলে দেন একটি স্মারক, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ এবং এক প্যাকেট মিষ্টি। পুরস্কার নিয়েই টাকা ফেরতের ঘোষণায় সকলকে চমকে দেন মউলি। মেয়ের এই ভাবনায় খুশি বাবা মানস মণ্ডল।
মউলির দেওয়া টাকা স্কুলের উন্নয়নে খরচ করা হবে জানিয়ে টিচার ইনচার্জ সুজিত বাঁক বলেন, ‘‘মউলি বরাবর স্কুলের পরীক্ষায় ভাল ফল করেছে। ছাত্রী হিসেবে শিক্ষক-শিক্ষিকাদের মন কেড়ে নিয়েছিল। স্কুল ছেড়ে দিলেও যোগাযোগ রেখেছিল। স্কুলের উন্নয়নের জন্য ওর ভাবনা এবং কাজ আমাদের অবাক করে দিল।’’
বর্তমান ছাত্রীদের অনেকে মনে করছে, তাদের ‘মউলিদি’ দৃষ্টান্ত স্থাপন করলেন। এক ছাত্রী বলে, ‘‘মউলিদির থেকে শিক্ষা নিলাম। সরকার যে উদ্দেশ্যে টাকা দিচ্ছে, তা অনেক ছাত্রীর পড়াশোনায় কাজে লাগে। পড়াশোনা শিখে স্কুলকেও কিছু দেওয়া উচিত, এটা মউলিদি শেখাল। আমরাও চেষ্টা করব বড় হয়ে চাকরি করে স্কুলের উন্নয়নের জন্য কিছু করতে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)