আলুর সহায়ক মূল্য বৃদ্ধির দাবিতে রবিবার সকালে পুরশুড়ার সামন্ত রোড মোড়ে অবরোধ করল বিজেপি। স্থানীয় বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক বিমান ঘোষের নেতৃত্বে রাস্তায় আলু ছড়িয়ে প্রায় আধ ঘণ্টা অবরোধ চলে। পুলিশের মধ্যস্থতায় ওঠে। বিক্ষোভে শামিল ছিলেন এলাকার চাষিরাও।
রাজ্য সরকার কুইন্টালপ্রতি আলুর সহায়ক মূল্য ধার্য করেছে ৯০০ টাকা। বিজেপির দাবি, বস্তাপ্রতি (৫০ কেজিতে এক বস্তা) তা ন্যূনতম ৮০০ থেকে ১ হাজার টাকা করতে হবে। চাষিদের এক বিঘা জমিতে আলু চাষ করতে ৩৫-৪০ হাজার টাকা খরচ হচ্ছে জানিয়ে বিমান বলেন, ‘‘চাষিরা যদি কমপক্ষে বস্তাপ্রতি ৬০০ টাকা পান, তা হলে শুধু চাষের খরচ উঠবে। কিন্তু রাজ্য সরকার যে সহায়ক মূল্য ধার্য করেছে, তাতে চাষিরা বস্তাপ্রতি ৪৫০ টাকা পাচ্ছেন। তা-ও নিজের খরচে তাঁদের হিমঘরে আলু দিয়ে আসতে হবে। এরই প্রতিবাদ জানানো হয়েছে।’’ চাষিরা যাতে আলু ভিন্ রাজ্য পাঠাতে পারেন, সেই মতো রাজ্যের সীমানাও খুলে রাখার দাবি ওঠে অবরোধ থেকে।
কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘‘রাজ্য সরকার সব সময় আলুচাষিদের পাশে রয়েছে। প্রয়োজন মতো পদক্ষেপ করা হচ্ছে। বিজেপির নাটক না করলেও চলবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)