এলাকায় বছরের পর বছর ধরে জমে রয়েছে নর্দমার জল। ছড়াচ্ছে দুর্গন্ধ। সেই জলের উপর দিয়েই যেতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। পুরসভায় জানিয়েও কোনও লাভ হয় না বলে অভিযোগ। সুরাহার দাবিতে বাধ্য হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ ও পথ অবরোধ করলেন রাজারাম দাস লেনের বাসিন্দারা। শুক্রবার হাওড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বেলিলিয়াস রোডের ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে বেহাল নিকাশি ব্যবস্থার জন্য রাস্তায় উঠে আসছে নর্দমার জল। তা জমার কারণে এলাকায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। সেই সঙ্গে বাড়ছে মশার উপদ্রব। জমে থাকা জলের কারণে হচ্ছে চর্মরোগও। বার বার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। শাশ্বতী পোললে নামে এক বাসিন্দা বলেন, ‘‘নর্দমার জমা জলে মিশছে পার্শ্ববর্তী বিভিন্ন কারখানার বর্জ্য ও অ্যাসিডযুক্ত জল। পানীয় জল নিতে যেতে হচ্ছে ওই দুর্গন্ধযুক্ত জল পেরিয়েই।এলাকাবাসী নাজেহাল।’’ তিনি আরও বলেন, ‘‘পুরসভায় ডেপুটেশন দিয়েও কোনও লাভ হয়নি। তারই প্রতিবাদে পথ অবরোধ।’’

বছরের পর বছর ধরে জমে রয়েছে নর্দমার জল। —নিজস্ব চিত্র।
শুক্রবার প্রায় আধঘণ্টা অবরোধ চলার পরে ব্যাঁটরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা তোলে। খবর পেয়ে আসেন পুরসভার ইঞ্জিনিয়াররাও। মানুষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন তাঁরা। স্থানীয়েরা অবশ্য জানাচ্ছেন, সমস্যার সমাধান না হলে আবার পথে নামা হবে। এই প্রসঙ্গে পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, “দু’দিন আগেই এলাকা পরিদর্শন করা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে।”