কুম্ভমেলা ও উরস উৎসব উপলক্ষে কাল, সোমবার থেকে ত্রিবেণীর ৮ জায়গায় যান নিয়ন্ত্রণে নামছে পুলিশ। তবে, এ জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের চিন্তার কারণ নেই বলে আশ্বস্ত করেছেন হুগলি জেলা (গ্রামীণ) পুলিশ সুপার কামনাশিস সেন। কাল থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক।
ওই পুলিশকর্তা বলেন, ‘‘পরীক্ষার্থীদের কোথাও আটকানো হবে না। অ্যাম্বুল্যান্স, ত্রিবেণীর মহাশ্মশানে আসা শববাহী গাড়ি-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সব গাড়িকেই ছাড়া হবে।’’
ত্রিবেণীর কুম্ভমেলা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সাধুসন্তেরা আসা শুরু করে দিয়েছেন। সোমবার এখানে উরস উৎসবও রয়েছে। দু'টি উৎসবকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ত্রিবেণীতে যান নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, কাল সকাল থেকে শিবপুর, ঝুলুনিয়া, পঞ্চাননতলা, ঈশ্বরগুপ্ত সেতু, কালীতলা, পোস্ট অফিস মোড়-সহ ত্রিবেণীতে ঢোকার মোট ৮ জায়গায় সাধারণ যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। তবে, রুটের গাড়ি চলবে। শুধু ১২ ফেব্রুয়ারি (শাহি স্নানের দিন) চুঁচুড়া-ত্রিবেণী রুটের অটো পঞ্চাননতলা থেকে বোরোপাড়া হয়ে যাতায়াত করবে। সে দিন ভিড় বেশি হবে বলে মনে করছে পুলিশ। তবে, সে দিন মাধ্যমিক পরীক্ষা নেই।
ত্রিবেণী মগরা থানা এলাকায় পড়ছে। মগরায় মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে প্রায় দু’হাজার। মোট ৬টি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র হয়েছে। যার মধ্যে বাঁশবেড়িয়া পুর এলাকায় তিনটি। কুম্ভমেলা চত্বরের কাছাকাছি কোনও পরীক্ষাকেন্দ্র নেই বলে পুলিশ জানিয়েছে। তবে, অনেক পরীক্ষার্থীকেই ‘নো এন্ট্রি পয়েন্ট’ হয়ে যাতায়াত করতে হবে। পুলিশ সুপার পরীক্ষার্থীদের অভয় দিয়ে বলেন, ‘‘পরীক্ষার জন্য দু'টি উৎসব কমিটিকেই শব্দমাত্রা নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। ভিড় হোক বা না হোক, পরীক্ষার্থীদের কোনও রকম অসুবিধা হতে দেব না।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)