গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। অভিযোগ, মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গিয়েছিলেন তিনি। মৃতের নাম শেখ আলাউদ্দিন। তাঁর বয়স ৩০ বছর। বাড়ি হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত পাঁচপাড়ায়। বুধবার রাতে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। তার পর তাঁর আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে আন্দুল রোডের কাছে ভরপাড়ায় আলাউদ্দিন এক পথচারীর কাছ থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যান। লোকজন তাঁকে ধরে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। মারধরের ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে পুলিশ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করায়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার বেলার দিকে বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশের কাছ থেকে মৃতের পরিবারের লোকজন ফোন পান। তাঁরা হাওড়া হাসপাতালে গিয়ে জানতে পারেন আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। মৃতের বাবা শেখ আমিনুদ্দিন জানান, ক্যানসারের কারণে আড়াই মাস আগে এসএসকেএম হাসপাতালে তাঁর পুত্রের মুখে অস্ত্রোপচার হয়। ইদানীং তিনি নেশা করতেন। বুধবার রাতে বাড়ি থেকে বেরিয়ে যান। আমিনুদ্দিন জানান, তিনি শুনেছেন লোকজন পুত্রকে পিটিয়ে মেরেছেন। কিন্তু কী কারণে পিটিয়েছেন, তা তিনি জানেন না। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের সময় ভিডিয়োগ্রাফি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই যুবক মোবাইল ছিনতাই করেছিলেন। এর পর তাকে গণপিটুনি দেওয়া হয়। পরে হাসপাতালে মারা যান।।