পাচার নিয়ে বিধায়কের অভিযোগের ভিত্তিতে রেশনের বেশ কিছু সামগ্রী আটক করল পুলিশ। বুধবার সকালে বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর-২ পঞ্চায়েতের কুন্তিঘাট শেরপুর স্কুল মাঠের ঘটনা। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
এ দিন ওই মাঠে ডিলার বাচ্চু মুখোপাধ্যায় ‘দুয়ারে রেশন’ করছিলেন। সেই সময় বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সেখানে হাজির হন। তাঁর অভিযোগ, ‘‘দলের কর্মীরা জানিয়েছিল দিনের পর দিন এখানে রেশন দেওয়ার সময় উপভোক্তাদের কাছ থেকে খাদ্য সামগ্রী কিনে পাচার হয়। এ দিন হাতেনাতে ধরেছি সকলকে। রেশনের জিনিস এ ভাবে কেনা যায় না।’’
তবে ওই রেশনের উপভোক্তাদের একাংশের অভিযোগ, ‘‘চাল ও আটার মান খারাপ। ওতে পোকা থাকে। তাই আমরা বিক্রি করে টাকা নিয়ে ভাল জিনিস কিনি। সরকার ভাল জিনিস দিলে এরকম করতে হত না।’’ রেশনের জিনিসের এক ক্রেতার কথায়, ‘‘এটা পাচার কেন হবে? উপভোক্তারা বিক্রি করছেন। তাই আমরা কিনছি।’’
বিষয়টি নিয়ে কটাক্ষা করে বিজেপি শিবির। দলের বলাগড় মণ্ডলের সাধারণ সম্পাদক নেপাল দাস বলেন, ‘‘রাজ্য সরকার খআরাপ মানের রেশন সামগ্রী দেয়। মানুষ তা বিক্রি করে ভাল জিনিস কিনছেন। দোষ তো রাজ্য সরকারের। বিধায়ক লোকসভা ভোটের আগে নজর কাড়তে চাইছেন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)