Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Chandannagar

Chandannagar: রাত ১০টার মধ্যে প্রতিমা বিসর্জন, ১১টা থেকে নৈশ কার্ফু চন্দননগরে

​​​​​​​রবিবার চন্দননগর রানি ঘাট থেকে প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়, রাত ১০টার মধ্যে প্রতিমা নিরঞ্জন সারতে হবে।

১৪ নভেম্বর, অর্থাৎ রবিবার রাত থেকে চালু হল নৈশ কার্ফু।

১৪ নভেম্বর, অর্থাৎ রবিবার রাত থেকে চালু হল নৈশ কার্ফু।

নিজস্ব সংবাদদাতা
চন্দননগর শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ০১:৫৮
Share: Save:

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন এখনও শেষ হয়নি। তার আগেই ১৪ নভেম্বর, অর্থাৎ রবিবার রাত থেকে চালু হল নৈশ কার্ফু।

রবিবার চন্দননগর রানি ঘাট থেকে প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়, রাত ১০টার মধ্যে প্রতিমা নিরঞ্জন সারতে হবে। এখনও নৈশ কার্ফুর নিষেধাজ্ঞা জারি রেখেন রাজ্য সরকার। তা মাথায় রেখেই রবিবার থেকে নৈশ কার্ফু চালু করার সিদ্ধান্ত নিয়েছে চন্দননগরের পৌরনিগম প্রশাসন। রাত ১১টা থেকে তা শুরু হবে। ১০টার মধ্যে প্রতিমা নিরঞ্জনের বিষয়টি বারোয়ারি পুজো কমিটিগুলিকে তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

এ ছাড়াও চন্দননগর কমিশনারেট ও চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি থেকে ঘোষণা করা হয়েছে, প্রতিমা নিরঞ্জনের সময় ঘাটে বেশি লোককে নিয়ে আসা যাবে না। যদিও তার বিপরীত ছবি দেখা গেল, রানি ঘাটে। ছবিতে দেখা গিয়েছে, স্ট্র্যান্ড চত্বর ও ঘাট সংলগ্ন এলাকায় উপচে পড়ছে ভিড়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chandannagar Jagadhtri Puja Night Curfew
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE