Advertisement
০৬ মে ২০২৪
100 Days Works

বকেয়া হাতে পেতেই শুরু ‘অকাল-হোলি’ 

এক সঙ্গে বকেয়া কয়েক হাজার টাকা পাওয়ার খুশিতে চুঁচুড়া-মগরা ব্লকের মগরা ১ পঞ্চায়েতের অধীনে জয়পুর আদিবাসী পাড়ায় ধামসা-মাদল নিয়ে নাচের আসর বসান আদিবাসীরা।

An image of Celebration

আবির খেলা চলছে মগরার আদিবাসীপাড়ায়। ছবি: সুশান্ত সরকার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৫৪
Share: Save:

রাজ্য সরকারের তরফে একশো দিনের শ্রমিকদের বকেয়া মেটানোর কাজ শুরু হয়েছে। সোমবার রাত থেকেই হুগলির অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে দাবি প্রশাসনের। মঙ্গলবার সকালে জেলা জুড়ে উৎসবে মাতলেন বহু শ্রমিক। হুগলির অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) তরুণ ভট্টাচার্য জানান, সোমবারে পরে মঙ্গলবারও বকেয়া মেটানো হয়েছে। তিনি বলেন, "২৯ ফেব্রুয়ারির মধ্যে সকলের টাকা অ্যাকাউন্টে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। কিছু বাকি থাকলে পয়লা মার্চ দিয়ে দেওয়া হবে।"

এক সঙ্গে বকেয়া কয়েক হাজার টাকা পাওয়ার খুশিতে চুঁচুড়া-মগরা ব্লকের মগরা ১ পঞ্চায়েতের অধীনে জয়পুর আদিবাসী পাড়ায় ধামসা-মাদল নিয়ে নাচের আসর বসান আদিবাসীরা। আবির খেলা হয়। পঞ্চায়েতের উপপ্রধান রঘুনাথ ভৌমিক বলেন, ‘‘এমন আনন্দের দিনে অকাল-হোলি পালন করা হয়েছে। মানুষ খুশি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE