তৃণমূলের এক নেতার শূন্যে গুলি চালানোর ভিডিও ভাইরাল হল। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি প্রকাশ্যে পিস্তল থেকে গুলি চালাচ্ছেন। অনেকের দাবি, ওই ব্যক্তি রিষড়া পুরসভার বর্তমান পুর প্রশাসক মণ্ডলীর সদস্য তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। আনন্দবাজার অনলাইন যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।
সম্প্রতি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে তৃণমূল নেতার জাহিদ হাসান খানের একটি ভিডিয়ো। সেখানে ওই তৃণমূল নেতাকে বন্দুক থেকে শূন্যে গুলি চালাতে দেখা গিয়েছে বলে অনেকের দাবি। তা নিয়ে শুরু হয় বিতর্ক। একজন রাজনৈতিক নেতা কী ভাবে অবলীলায় বন্দুক থেকে গুলি ছুড়তে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। এ প্রসঙ্গে জাহিদ খানকে পিরশ্ন করা হলে, তিনি কিছু বলতে রাজি নন। দলের নির্দেশ ছাড়া তিনি কিছু বলবেন না বলে জানিয়েছেন।
তৃণমূলের একটি অংশের প্রশ্ন, কোথায় তোলা (আপলোড) হয়েছে এই ভিডিয়ো? একটি সূত্রের দাবি, ভিডিয়োটি আগেই তোলা হয়েছিল। কিন্তু কোথায় এবং কেন, তা যদিও স্পষ্ট নয়।