‘আর নয় কল্যাণ। অ-কল্যাণের মুক্তি চাই।’ ‘শ্রীরামপুরে নতুন সাংসদ চাই’। ‘দিদি তুমি বিচার কর, দাদা তুমি বিচার কর।’ এ রকম পোস্টারে ছেয়ে গিয়েছে রিষড়া। সোমবার সকালে রিষড়ার ওয়েলিংটন জুটমিল, ছাইরোড, মৈত্রীপথ এলাকার বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার পড়েছে।
শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যক্তিগত মত’ নিয়ে করা মন্তব্যে যে বিতর্ক তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই পোস্টার বলে মনে করা হচ্ছে। যদিও এই পোস্টার কে বা কারা মেরেছেন, তার উল্লেখ নেই।
তবে এই বিষয়কে কেন্দ্র করে উচ্চপর্যায়ের নেতাদের মধ্যে ‘বাগ্যুদ্ধ’ শুরু হওয়ার পর হুগলি তৃণমূলের অনেককেই দেখা গেছে নেটমাধ্যমে পোস্ট করতে। অভিষেকের সে দিনের বক্তব্যকে সমর্থন করে পোস্ট করেন অনেক স্থানীয় নেতা। আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেও তাঁর অনুগামীরা পোস্ট করেন।