E-Paper

অর্ধশতক পরে বাড়ির নম্বর পেতে চলেছে হাওড়া পুরসভার সংযুক্ত ছয় ওয়ার্ড

পুরসভা তৈরি হওয়ার প্রায় ৫০ বছর পরে বর্তমান পুর প্রশাসকমণ্ডলী পুজোর আগেই প্রাথমিক ভাবে ওই ছ’টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বড়, ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ির হোল্ডিং নম্বর বা ঠিকানা দিতে উদ্যোগী হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১০:৩৬
হাওড়া পুরসভা।

হাওড়া পুরসভা। — ফাইল চিত্র।

কয়েক দশক পরে হাওড়া পুরসভার ছ’টি সংযুক্ত ওয়ার্ডের বাসিন্দারা বাড়ির হোল্ডিং নম্বর বা নির্দিষ্ট ঠিকানা পেতে চলেছেন। এত দিন কয়েক হাজার বাসিন্দা রাস্তা এবং এলাকার নাম দিয়ে ঠিকানা লিখতেন। পুরসভা তৈরি হওয়ার প্রায় ৫০ বছর পরে বর্তমান পুর প্রশাসকমণ্ডলী পুজোর আগেই প্রাথমিক ভাবে ওই ছ’টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বড়, ৫০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ির হোল্ডিং নম্বর বা ঠিকানা দিতে উদ্যোগী হয়েছে। সেই কাজ ইতিমধ্যে শুরুও হয়েছে।

হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডের মধ্যে ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড সংযুক্ত এলাকায়। ওই এলাকার মধ্যে রয়েছে দাশনগরের একাংশ, বালিটিকুরি, কোনা, জগাছার একাংশ, ধাড়সা, কাশীপুর ইত্যাদি।

পুরসভার চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী বলেন, ‘‘৫০ নম্বর ওয়ার্ডে হোল্ডিং নম্বর দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পুজোর আগেই তা সম্পূর্ণ করা হবে। পুরকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হোল্ডিং নম্বরের জন্য ফর্ম দিচ্ছেন। সেই ফর্ম পূরণ করার পরে বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে বাড়িগুলিকে হোল্ডিং নম্বর বা ঠিকানা দেওয়া হচ্ছে। দ্রুত বাকি ওয়ার্ডগুলিতেও এই কাজ হবে।’’

সংযুক্ত এলাকা কোনার বাসিন্দা প্রবীর গুছাইত বলেন, ‘‘এত দিন আমাদের বাড়ির কোনও হোল্ডিং নম্বর ছিল না। বর্তমানে যা প্রায় বিরল। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে প্রভূত সমস্যায় পড়তে হয়েছে। কারণ, প্রায় সব ক্ষেত্রেই বাড়ির হোল্ডিং নম্বর দিতে হয়, আমরা এত দিন যা দিতে পারিনি।’’ বাসিন্দাদের অভিযোগ, বিশেষত বাইরে থেকে আসা লোকজনকে বাড়ি খুঁজতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে। রাস্তার নাম বলে চালাতে হয়েছে।

বর্তমান পুর প্রশাসকমণ্ডলীর দাবি, গত চার বছর ধরে তারা সংযুক্ত এলাকার ছ’টি ওয়ার্ডের রাস্তা, আলো, জঞ্জাল সাফাই ইত্যাদি পরিকাঠামোগত উন্নয়নে পৃথক অর্থ বরাদ্দ করেছে। পানীয় জল সরবরাহের জন্য বসেছে পাইপলাইন। এ বার থেকে সংযুক্ত এলাকার ওয়ার্ডগুলিও সরাসরি পদ্মপুকুর জল প্রকল্পের জল পাবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

howrah municupality Howrah City Project

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy