হুগলি বার অ্যাসোসিয়েশনের ভগ্নদশা। জীবনের ঝুঁকি নিয়েই সেখানে কাজ করেন আইনজীবীরা। এ বার ছাদ খসে অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকজন আইনজীবী। তার পরেই বার সংস্কারে জেলা জজের কাছে আবেদন জানানো হয়েছে।
চুঁচুড়া আদালতের আইনজীবীরা হুগলি বারে বসে তাদের কাজকর্ম করেন। মক্কেলদের সঙ্গে কথা বলেন। মামলার খুঁটিনাটি নিয়ে বারের সিনিয়র সদস্যদের সঙ্গে আলোচনার পাশাপাশি চলে আইনের বই পড়া অথবা কম্পিউটারে তথ্য মিলিয়ে নেওয়া। চুঁচুড়ার ঘড়ির মোরে শতাব্দী প্রাচীন সেই বারেই সোমবার দুপুরে ঘটেছে দুর্ঘটনা। তখন কয়েকজন আইনজীবী তাঁদের কাজে ব্যস্ত ছিলেন। সে সময় হঠাৎ ভেঙে পড়তে থাকে ছাদের চাঙড়।
ওলন্দাজ (ডাচ) জমানায় তৈরি প্রাচীন এই ভবনের পেটাই ছাদ থেকে কড়ি-বরগা খুলে ঝুলে পড়ে ওই দুর্ঘটনায়। ইট খসে পড় চেয়ার-টেবিল আলমারির-মাথায়। শব্দ হতেই দ্রুত তফাতে সরে যান আইনজীবীরা। ফলে বড় কিছু ঘটেনি। তা ছা়ড়া, করোনা বিধিনিষেধের জন্য আদালতের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রয়েছে। তাই আগের তুলনায় লোক কম ছিল। না হলে বড় বিপদ হতে পারত বলে আইনজীবীদের একাংশের অভিযোগ।