Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Calcutta High Court

বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে দর্শক পুলিশ? তিরস্কার বিচারপতির

এ দিন হাওড়া পুলিশের আইনজীবী অবশ্য দাবি করেন, গিরিশ ঘোষ রোডের ওই ঘটনাস্থলে পুলিশ বলপ্রয়োগ করলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারত। সেই যুক্তি শুনে আরও চটে যান বিচারপতি সিংহ।

An Image Of Calcutta High Court

কলকাতা হাই কোর্ট। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:৫০
Share: Save:

বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে পুলিশের সহযোগিতা না পেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে হাওড়া পুরসভা। সেই মামলায় বুধবার হাওড়ার পুলিশকে কার্যত তুলোধোনা করলেন বিচারপতি অমৃতা সিংহ। পুরসভার অভিযোগ, ঘুসুড়ির একটি বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে পুরকর্মীরা বাধা পেলেও পুলিশ কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। যার পরিপ্রেক্ষিতে বিচারপতি সিংহের মন্তব্য, ‘‘পুলিশের কাজ কি মূর্তির মতো দাঁড়িয়ে থাকা? হাই কোর্টের নির্দেশ কি পুলিশ বুঝতে পারছে না?’’ প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি ওই নির্মাণ ভাঙতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ।

এ দিন হাওড়া পুলিশের আইনজীবী অবশ্য দাবি করেন, গিরিশ ঘোষ রোডের ওই ঘটনাস্থলে পুলিশ বলপ্রয়োগ করলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারত। সেই যুক্তি শুনে আরও চটে যান বিচারপতি সিংহ। তিনি বলেন, দখলদার উচ্ছেদ করতে বলা হয়েছিল পুলিশকে। কেন তা করা হয়নি, তা-ও জানতে চান তিনি। এ দিন বিচারপতি জানান, পুলিশকে আরও এক বার সুযোগ দেওয়া হচ্ছে। ওই বেআইনি নির্মাণের চার পাশে হাই কোর্টের নির্দেশ সাঁটিয়ে দিতে হবে। তার পরে দখলদার হটিয়ে দেবে পুলিশ। ১২ মার্চ থেকে পুরসভা ওই নির্মাণ ভাঙা শুরু করবে। ১৯ মার্চ ফের শুনানিতে এ নিয়ে রিপোর্ট দিতে হবে তাদের।

পুলিশের একাংশের বক্তব্য, বেআইনি নির্মাণের ক্ষেত্রে পুলিশেরই একাংশ মদত দেয় বলে অভিযোগ। এ-ও দেখা গিয়েছে, এমন নির্মাণ ভাঙতে গেলেই আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা করেন পুলিশকর্তারা। সেই ছুতোয় বেআইনি নির্মাণ বহাল তবিয়তে বজায় থাকে। পুলিশের একাংশ ঘুরপথে ওই সব বেআইনি নির্মাণে যুক্ত কি না, তা-ও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত বলে মনে করছে বাহিনীরই একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE