১৯ নম্বর জাতীয় সড়কের হুগলির গুড়াপ থানার কানাজুলি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন মৃৎশিল্পীর। শনিবার ভোরে একটি চারচাকা গাড়ি করে তিন জন আসানসোল থেকে কাজ সেরে কলকাতার উদ্দেশে যাচ্ছিলেন। সেই সময় কানাজুলি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি চলন্ত গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে।
সংঘর্ষে শিল্পীদের গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ ভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে গুরুতর জখম হন গাড়িতে থাকা তিন জন। খবর পেয়ে গুড়াপ থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার বাসিন্দা দিবস মণ্ডল (৩০)। কলকাতার রবীন্দ্র সরোবর থানার বাসিন্দা নিমাই দাস (৩৮) এবং উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার বাসিন্দা কৌশিক মণ্ডল (২৮)।
আরও পড়ুন:
মৃতেরা সকলেই পেশায় মৃৎশিল্পী। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গুড়াপ থানার পুলিশ। প্রাথমিক অনুমান, গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক।