পথকুকুরদের নির্যাতনের অভিযোগ উঠল হুগলির চুঁচুড়ার ময়নাডাঙা এলাকায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, এলাকার কিছু কুকুরের কান, লেজ কেটে নেওয়া হয়েছে। চোখে আঘাত করা হয়েছে। এমনকি, যৌনাঙ্গ কেটে দেওয়া হয়েছে।
ময়নাডাঙার হোমিয়োপ্যাথি চিকিৎসক দম্পতি পিকে ঘোষ, রিনা ঘোষের বাড়িতে বেশ কয়েকটি পথকুকুর আশ্রয় নিয়েছে। তাদের খাওয়ানো, চিকিৎসার ব্যবস্থা করেন ওই দম্পতি। পিকে জানান, দীর্ঘ দিন ধরে তাঁদের বাড়িতে আশ্রয় নিয়েছে কুকুর। মঙ্গলবার দেখা গিয়েছে,ওই কুকুরগুলিকে নির্যাতন করা হয়েছে।
আরও পড়ুন:
পথকুকুর, বিড়ালদের নিয়ে কাজ করে চন্দননগরের এমন এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঞ্চিতা পাল বলেন, ‘‘আমরা মূলত রাস্তার অসুস্থ কুকুরদের নিয়ে কাজ করি। আমি খবর পেলাম চুঁচুড়ার ময়নাডাঙায় পাঁচটি কুকুরের উপর অত্যাচার করা হয়েছে। কান, লেজ কেটে নেওয়া হয়েছে। চোখ তুলে নেওয়া হয়েছে। যৌনাঙ্গ কেটে দেওয়া হয়েছে। মানুষের কী হয়েছে জানি না।’’ কিছুদিন আগে চন্দননগর লালবাগান এলাকায় একটি বাচ্চা কুকুরের চোখে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই চিকিৎসক দম্পতি জানিয়েছেন, আহত কুকুরদের চিকিৎসা চলছে।