‘গণ্ডিবদ্ধ এলাকা’য় (কন্টেনমেন্ট জ়োন) সাধারণ মানুষকে করোনার স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন করতে বৃবস্পতিবার দুপুরে সপার্ষদ রাস্তায় নেমেছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। চায়ের দোকানে এক প্রৌঢ়কে মাস্ক পরতে বলায় তিনি শোনেননি। তাতেই মেজাজ হারান অসিত। প্রৌঢ়কে তিনি চড় মারতে যান বলে অভিযোগ। অসিত অভিযোগ মানেননি।
বৃহস্পতিবার দুপুরে ১৫ নম্বর ওয়ার্ডের হুগলি স্টেশন রোডের এই ঘটনায় তৃণমূল বিধায়কের আচরণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের অনেকেই ক্ষুব্ধ। এলাকায় শোরগোলও পড়েছে। প্রশ্ন তুলছেন বিরোধীরাও। বিধায়কের আস্ফালনে অসম্মানিত বোধ করছেন ওই প্রৌঢ়। তাঁর খেদ, ‘‘চা খেতে গিয়েছিলাম। মাস্ক না খুলে খাব কী ভাবে! সে জন্য এ ভাবে অসম্মানিত হতে হবে, ভাবিনি।’’
অসিতের দাবি, ‘‘অসচেতন মানুষকে কিছু বোঝানোর প্রয়োজন হলে একটু রাগারাগি করতে হয়। এক জনের জন্য বহু মানুষ আক্রান্ত হবেন, এটা মেনে নেওয়া যায় না। তাই নিয়ম না মানলে ধমকাতেই হবে। রাগ দেখিয়েছি, চড় মারতে যাইনি।’’