Advertisement
২০ এপ্রিল ২০২৪
Jagadhatri

Kalyan Banerjee: ভিন্ন মেজাজে কল্যাণ, জগদ্ধাত্রী পুজোয় ধুনুচি হাতে কোমর দুলিয়ে নাচ সাংসদের

রবিবার জগদ্ধাত্রী পুজোর দশমী তিথি। সেই উপলক্ষে হুগলির রিষড়ার একটি পুজো মণ্ডপে উপস্থিত হন শ্রীরামপুরের সাংসদ।

মণ্ডপে ধুনুচি নাচ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

মণ্ডপে ধুনুচি নাচ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রিষড়া শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ১৫:১৫
Share: Save:

ফের ভিন্ন মেজাজে দেখা গেল শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এ বার জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ধুনুচি নাচ নাচতে দেখা গেল তৃণমূল সাংসদকে।
রবিবার জগদ্ধাত্রী পুজোর দশমী তিথি। সেই উপলক্ষে হুগলির রিষড়ার একটি পুজো মণ্ডপে উপস্থিত হন শ্রীরামপুরের সাংসদ। তাঁর সঙ্গে ছিলেন দলীয় কর্মীরাও। সেখানে প্রতিমার সামনে ধুনুচি হাতে নাচতে শুরু করেন তিনি। জ্বলন্ত ধুনুচি হাতে কোমর দুলিয়ে নানা কসরতও দেখান কল্যাণ। তাঁর সঙ্গে থাকা তৃণমূল কর্মীরাও সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। এই ছবি অবশ্য নতুন নয়। এর আগেও প্রতিমার সামনে এ ভাবে দেখা গিয়েছে কল্যাণকে।

দুর্গাপুজোর নবমী তিথিতে শ্রীরামপুরের গাঁধী ময়দানে চণ্ডীপাঠ করেন কল্যাণ। সন্ধি পুজোর সময় প্রতিমার সামনে বসে আকুল জানান তিনি। হাতজোড় করে প্রার্থনাও করেন। আবার আবেগতাড়িত হয়ে কাঁদতেও দেখা যায় তাঁকে। নবমীর সেই সন্ধ্যাতেই আবার ভিন্ন মেজাজে দেখা যায় তৃণমূল সাংসদকে। মণ্ডপে উপস্থিত হয়ে কোমর দুলিয়ে ধুনুচি নাচ করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jagadhatri Kalyan Banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE