Advertisement
১৯ এপ্রিল ২০২৪
TMC workers

বিজেপি সাংসদদের বাংলা ভাগ বক্তব্যের প্রতিবাদে শেওড়াফুলিতে বিক্ষোভ তৃণমূলের

শনিবার শেওড়াফুলি পুলিশ ফাঁড়ি মোড়ে মিছিল করে বিক্ষোভ দেখায় বৈদ্যবাটি শহর তৃণমূল কংগ্রেস কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা
শেওড়াফুলি শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১৪:৩৩
Share: Save:

বিজেপি সাংসদদের বাংলা ভাগের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের। শনিবার শেওড়াফুলি পুলিশ ফাঁড়ি মোড়ে মিছিল করে বিক্ষোভ দেখায় বৈদ্যবাটি শহর তৃণমূল কংগ্রেস কর্মীরা। তার পর শেওড়াফুলি থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।

কয়েকদিন আগে বিজেপি সাংসদ জন বার্লা বলেছিলেন উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করতে হবে। আরেক সাংসদ সৌমিত্র খাঁও তার সুরে বলেছেন রাঢ় বঙ্গকে আলাদা রাজ্য করতে হবে। এই দাবির প্রতিবাদে সরব হয়েছে শাসক দলের কর্মীরা। বিজেপি বাংলা ভাগ করতে চক্রান্ত করছে বলে অভিযোগ করা হয় তৃণমূলের পক্ষ থেকে।

যদিও সাংসদদের এই মন্তব্য দলের বক্তব্য নয় বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি দুই সাংসদের এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়। শনিবার শেওড়াফুলিতে বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC workers Sheoraphuli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE