স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে হাওড়া পুরসভা এলাকায় তৈরি হয়েছিল শৌচালয়। বর্তমানে সেগুলির অবস্থা বেহাল। বিজেপির অভিযোগ, শৌচাগার তৈরির সময়ে তৃণমূল কাটমানি নিলেও তা ব্যবহারযোগ্য করে তোলেনি। পাল্টা তৃণমূলের দাবি, এই বিষয়ে প্রশ্ন করা হোক হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে, যিনি এখন বিজেপি-তে।
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে চালু করেছিলেন স্বচ্ছ ভারত মিশন প্রকল্প, যার মধ্যে ছিল শৌচালয় তৈরি। যেখানে সেখানে মল মূত্র ত্যাগের কারণে যাতে দূষণ না ছড়ায়, সেই লক্ষ্য নিয়েই এই প্রকল্প।
হাওড়া পুরসভা এলাকায় প্রায় ৪০০টি শৌচালয় তৈরি হয়েছিল ‘মিশন নির্মল বাংলা’র আওতায়। বিনামূল্যে পরিষেবা দেওয়াই ছিল উদ্দেশ্য। বর্তমানে সেগুলির অবস্থা বেহাল। ভাঙাচোরা অবস্থায় তালাবন্ধ হয়েই পড়ে আছে শৌচালয়গুলি। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ হয়নি।
আরও পড়ুন:
বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় সরকারের টাকায় তৈরি হওয়া এই শৌচালয়ের কাজের জন্য ঠিকাদারদের থেকে কাটমানি নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। আরও অভিযোগ, অনেক জায়গায় আবার শৌচালয় ভেঙে বিভিন্ন উদ্যান করা হচ্ছে। সেখান থেকেও কাটমানি নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে বিজেপি নেতা উমেশ রাই জানান, বিধানসভা নির্বাচন আবহে এই বিষয়টিও মানুষের সামনে তুলে ধরা হবে। স্থানীয় তৃণমূল নেতা অরবিন্দ দাস বিজেপির অভিযোগ অস্বীকার করে পাল্টা বলেন, ‘‘যখন শৌচালয় তৈরি হয়েছিল তখন হাওড়া পুরসভার মেয়র ছিলেন রথীন চক্রবর্তী, বর্তমানে তিনি বিজেপি-তে আছেন। কেন্দ্রীয় সরকারের টাকা কোথায় গেল, সেই প্রশ্ন তাঁকেই করা উচিত বিজেপির।’’