চলতি বছরের প্রথম জাতীয় লোক আদালত গত শনিবার হয়ে গেল। হুগলির সদর এবং জেলার অন্য তিন মহকুমাতেই লোক আদালত বসে। হুগলি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের (ডিএলএসএ) তরফে জানানো হয়েছে, জেলায় এ দিন সব মিলিয়ে ২৬টি বেঞ্চ বসেছিল। ৬৭৪৯টি মামলা ওঠে। নিষ্পত্তি হয়েছে ৫৬৬৯টি মামলার। প্রায় সাড়ে ৬ কোটি টাকা আদায় হয়েছে।
ডিএলএসএ-র সচিব শর্মিষ্ঠা ঘোষ জানান, এ দিন যে সমস্ত মামলা উঠেছিল, তার মধ্যে ছিল ব্যাঙ্ক, রেল, বিএসএনএল ইত্যাদির মামলা। আদালতে জমে থাকা অনেক মামলাও উঠেছিল। ডিএলএসএ-র চেয়ারম্যান তথা হুগলির জেলা বিচারক সুদীপ্ত কুমার দে’র নেতৃত্বে লোক আদালত সম্পন্ন হয়।
লোক আদালতের আগের দিন, শুক্রবার ছিল আন্তর্জাতিক নারী দিবস। ডিএলএসএ-র সচিব জানান, সেই উপলক্ষে এ দিন লোক আদালতে একটি পুরোপুরি মহিলা পরিচালিত একটি বেঞ্চ করা হয়েছিল। ওই বেঞ্চে সদস্য বিচারক হিসাবে ছিলেন কাজি নজরুল ইসলামের বংশধর সোনালি কাজি। বেঞ্চের সভাপতিত্ব করেন শ্রীরামপুর আদালতের সিভিল বিচারক (জুনিয়র ডিভিশন) রিত্বিকা মোহান্ত। অন্য সদস্য বিচারক ছিলেন আইনজীবী শুভ্রা লাহিড়ী। বেঞ্চে নিযুক্ত কর্মীরাও সকলেই ছিলেন মহিলা। ডিএলএসএ-র সচিব বলেন, ‘‘ওই বেঞ্চটিই সব থেকে বেশিক্ষণ চলেছে। প্রচুর মামলার নিষ্পত্তিও হয়েছে ওই বেঞ্চে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)