Advertisement
E-Paper

আশ্বাসে আস্থা, উঠল অনশন

একই সঙ্গে অনশনকারীরা জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। তাতেও যদি সমস্যার সমাধান না-হয়, তা হলে তাঁরা ফের পথে নামবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০৩:০৮
সাংবাদিক সম্মেলন করে অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করা হল।  —নিজস্ব চিত্র।

সাংবাদিক সম্মেলন করে অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করা হল। —নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সন্ধ্যায় অনশন-মঞ্চে দাঁড়িয়ে আন্দোলনকারী কর্মপ্রার্থীদের উদ্দেশে বলেছিলেন, ‘‘আমার পুরোপুরি সহমর্মিতা আছে আপনাদের প্রতি। আমাকে বিশ্বাস করতে পারেন। অনশন তুলে নিন।’’ মুখ্যমন্ত্রীর সেই আশ্বাসের ভিত্তিতেই বৃহস্পতিবার অনশন ভাঙলেন এসএসসি-র পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

কিছু আন্দোলনকারীর অভিযোগ, মুখ্যমন্ত্রী অনশন-মঞ্চ থেকে চলে যাওয়ার পরে বুধবার রাতে কয়েক জন পুলিশকর্মী এসে জোর করে তাঁদের তুলে দেওয়ার চেষ্টা করেন। অনশনকারীরা রীতিমতো ভয় পেয়ে যান। এক আন্দোলনকারী বলেন, ‘‘পরবর্তী কর্মসূচি ঠিক করার জন্য রাত ১২টা নাগাদ আমরা নিজেদের মধ্যে মিটিংয়ের আয়োজন করছিলাম। সেই সময় এক দল পুলিশকর্মী এসে রাতেই অনশন তুলে নিতে বলেন। তাঁরা আমাদের প্লাস্টিকের ছাউনি খুলে দেন। রাতেই ওখান থেকে উঠে যেতে বলেন কয়েক জন অফিসার।’’ কিছু পুলিশকর্মী বৃহস্পতিবার সকাল ৭টার মধ্যে জায়গা খালি করে দিতে বলেন বলেও অভিযোগ। ‘‘আমরা জানিয়ে দিই, বৃহস্পতিবার বিকাশ ভবনের কর্তাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা কথা বলবেন। তার পরেই যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হবে। তার আগে আমরা উঠবো না,’’ বলেন প্রকাশ ঘোষ নামে এক অনশনকারী।

এ দিন দুপুরে সাংবাদিক বৈঠক করেন অনশনকারীরা। মেহবুব মণ্ডল নামে এক অনশনকারী সেখানে বলেন, ‘‘আমরা সাময়িক ভাবে অনশন প্রত্যাহার করছি। বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী আমাদের কাছে এসেছিলেন। তিনি বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, উনি আমাদের সমস্যার মেটাতে প্রাণপণ চেষ্টা করবেন। মুখ্যমন্ত্রী মানবিক। তাঁর বক্তব্যকে আমরা সম্মান জানাচ্ছি। তাই আমরা সাময়িক ভাবে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।’’

একই সঙ্গে অনশনকারীরা জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। তাতেও যদি সমস্যার সমাধান না-হয়, তা হলে তাঁরা ফের পথে নামবেন। ইনসান আলি নামে এক অনশনকারী বলেন, ‘‘সমস্যা না-মিটলে আমরা প্রেস ক্লাবের সামনে মেয়ো রোডে আবার আমরণ অনশনে বসবো।’’

মুখ্যমন্ত্রী অনশনকারীদের তরফেও একটি কমিটি গড়তে বলেছিলেন। তাঁর কথামতো একটি কমিটি গড়ঠন করেছেন অনশনকারীরা। সেই কমিটির সদস্যেরাই বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গড়ে দেওয়া পাঁচ সদস্যের কমিটির সঙ্গে আলোচনা করতে যান। শিক্ষামন্ত্রীর গড়া কমিটিতে আছেন এসএসসি-র চেয়ারম্যান সৌমিত্র সরকারও। বিকাশ ভবন থেকে ফিরে এক অনশনকারী জানান, তাঁদের ১৪ দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রীর কমিটির সদস্যের সমস্যা খতিয়ে দেখতে এক সপ্তাহ সময় চেয়েছেন।

আন্দোলনকারীরা জানান, মুখ্যমন্ত্রী অনশন তুলে নিতে বলার পরে অনেক গুণিজনও অনশন প্রত্যাহার করতে অনুরোধ করেন তাঁদের। মেহবুব বলেন, ‘‘কবি শঙ্খ ঘোষও আমাদের অনশন তুলে নিতে বলেন। শঙ্খবাবু জানান, সমস্যা না-মিটলে আমরা যদি আবার আন্দোলন করি, উনি আবার আমাদের পাশে থাকবেন।’’

রাতে ফোনে যোগাযোগ করা হলে শঙ্খবাবু বলেন, ‘‘আন্দোলনকারীদের কয়েক জন আমার কাছে এসেছিল। তাদের বলেছি, মুখ্যমন্ত্রী যে-আশ্বাস দিয়েছেন, তার ভিত্তিতে এই অনশন তোমাদের এখন তুলে নেওয়া উচিত বলে আমি মনে করি। উনি বলেছেন, জুনে সুরাহার চেষ্টা হবে। সেই প্রতিশ্রুতি যদি না-রাখেন উনি, তা হলে তোমরা আবার নতুন করে আন্দোলন করতে পারো।’’

Hunger Strike SSC Applicants
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy