করোনা ভাইরাসের সংক্রমণ কমলে শীতেই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে নিয়ে ব্রিগেডে সমাবেশ হবে। এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটের বাসভবন থেকে ভার্চুয়াল বক্তৃতার শেষপর্বেই এ কথা জানান তিনি। মমতা বলেন, ‘‘যদি কোভিড মিটে যায়, পরিস্থিতি স্বাভাবিক হয়, তা হলে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রোগ্রাম করব। ওই কর্মসূচিতে শরদ পওয়ারজি, চিদম্বরমজি, সনিয়াজি, দ্বিগ্বিজয়জিকে আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়াও মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কেরল, তামিলনাড়ু, দিল্লির মুখ্যমন্ত্রীদেরও আমরা আমন্ত্রণ জানাব।’’
২০২৪ সালের লোকসভা ভোটের প্রস্তুতি হিসেবেই তৃণমূল নেত্রী যে এই সমাবেশ করতে চান, তাও স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘এখনও তিন বা আড়াই বছর সময় বাকি রয়েছে। তবে প্রতিটি দিন আমাদের কাছে মূল্যবান। আসুন, আমরা সবাই গঠবন্ধন তৈরি করি আর দেশকে এগিয়ে নিয়ে যাই।’’ সর্বভারতীয় নেতাদের উদ্দেশ্যে মমতা আরও বলেন, ‘‘আমি একজন রাজনৈতিক কর্মী। আর রাজনৈতিক কর্মী হিসেবেই আপনাদের সঙ্গে লড়াইয়ে থাকতে চাই। আপনারা যে আদেশ বা নির্দেশ দেবেন, তা মেনে আমি কাজ করব।’’