আবার বিস্ফোরক উদ্ধার মুর্শিদাবাদের শমসেরগঞ্জে। শমসেরগঞ্জের বাবুপুর এবং আলমশাহি এলাকায় এখনও প্রচুর বিস্ফোরক লুকোনো রয়েছে বলে সূত্র মারফত জানতে পেরেছে পুলিশ। সেগুলোর খোঁজ চলছে। নামানো হয়েছে ‘ডগ স্কোয়াড।’ বুধবার প্রথম দিনের তল্লাশিতে শতাধিক বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আরও পাঁচ দিন এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
দিন কয়েক আগে শমসেরগঞ্জের আমবাগানের পাশে একটি ঝোপ থেকে উদ্ধার হয়েছিল ২৫টি তাজা বোমা। তার পরের দিন ওই ঝোপ থেকে কিছুটা দূরে উদ্ধার হয় ২১টি বোমা। গত সোমবার শমসেরগঞ্জেই বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয়েছে এক নাবালিকা। এমন একের পর এক ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ।
বুধবার জঙ্গিপুর পুলিশ জেলার শমসেরগঞ্জ থানা এলাকার দু’টি জায়গা থেকে অনেকগুলি বোমা উদ্ধার করেছে পুলিশ। জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই অভিযান শুরু হয় বুধবার সকালে। প্রথমে বাবুপুর এলাকার একটি আমবাগান সংলগ্ন ঝোপে তাজা বোমা মেলে। তার পর আলমশাহিতেও একটি আমবাগান থেকে বোমা উদ্ধার করা হয়। অভিযানের সময় গোটা জায়গাটি ঘিরে দেয় পুলিশ। ডাকা হয়েছিল বম্ব স্কোয়াডকে।
আরও পড়ুন:
শুধু তা-ই নয়, ওই এলাকাগুলির আর কোথাও বোমা মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হয়। জঙ্গিপুর পুলিশ জেলার সুপারের নেতৃত্বে একটি বিশেষ দল ওই অভিযান চালাচ্ছে। পুলিশের একটি সূত্র বলছে, এ পর্যন্ত একশোর বেশি বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব বলেন, ‘‘এলাকায় প্রচুর বোমা উদ্ধার হয়েছে। ইতিমধ্যে তিনটি জায়গা থেকে বোমা পাওয়া গিয়েছে। শমসেরগঞ্জের সর্বত্র তল্লাশি চালিয়ে ১০০ শতাংশ বিস্ফোরক উদ্ধার করতে চাই আমরা। সে জন্য প্রশিক্ষিত দল কাজ করছে। আগামী পাঁচ দিন এই অভিযান চলবে।’’