Advertisement
E-Paper

বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোটে লড়তে চায় আইএসএফ! বিমানের কাছে আর্জি নওশাদের

২০২১ সালের বিধানসভা ভোটের ঠিক আগেই তৈরি হয়েছিল আইএসএফ। নির্বাচনে তারা বাম এবং কংগ্রেসের সঙ্গে জোট করেছিল। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আসন সমঝোতা চূড়ান্ত না-হওয়ায় ভেস্তে যায় জোটের স্বপ্ন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ২৩:১১
ISF\\\\\\\'s Naushad Siddiqui writes to Biman Basu requesting for seat sharing ahead West Bengal Assembly Election

(বাঁ দিকে) বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং আইএসএফ নওশাদ সিদ্দিকি (ডান দিকে)। — ফাইল চিত্র।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিলেন আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সোমবার এই চিঠি বিমানকে পাঠানো হয়েছে বলে সিপিএম সূত্রে খবর। আলিমুদ্দিন সূত্রে খবর, চিঠিতে নওশাদ বিমানের উদ্দেশে আবেদন জানিয়েছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে তাঁরা আসন সমঝোতা করতে চান। আসন সমঝোতার সমীকরণ কী হবে, তা দ্রুততার সঙ্গে আলোচনা শুরু হোক। এ ব্যাপারে যাতে সময় নষ্ট না করা হয়, সেই আর্জিও জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক।

নওশাদের চিঠি প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এ ব্যাপারে যা বলার, তা পরে বিমানদা বলবেন।’’ যদিও সোমবার রাত পর্যন্ত এই চিঠির বিষয়ে বিমানের আনুষ্ঠানিক কোনও বিবৃতি আসেনি।

২০২১ সালের বিধানসভা ভোটের ঠিক আগেই তৈরি হয়েছিল আইএসএফ। নির্বাচনে তারা বাম এবং কংগ্রেসের সঙ্গে জোট করেছিল। যদিও ভোটপর্বের মাঝপথে বামেদের সঙ্গে সখ্য থাকলেও, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বেড়েছিল নওশাদদের। ফলে আইএসএফের পোশাকি নাম ‘সংযুক্ত মোর্চা’ থাকলেও ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত জোটে যুক্ত থাকতে পারেনি। ভাঙন দেখা গিয়েছিল জোটে। ঘটনাচক্রে, একুশের নির্বাচনে বাম-কংগ্রেস শূন্য হয়ে গেলেও ভাঙড় থেকে একা জিতেছেন আইএসএফের নওশাদ।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেও বামেদের সঙ্গে আইএসএফের একটা বোঝাপড়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। কিন্তু আসন সমঝোতা নিয়ে দু’পক্ষের দড়ি টানাটানিতে জোটের আশা ভঙ্গ হয়। ভেস্তে যায় বোঝাপড়া। সে সময় আইএসএফ এবং সিপিএম নেতাদের মধ্যে প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে তোপ দাগাদাগিও চলেছিল। তবে সেই সব পর্ব এখন অতীত। লোকসভা ভোটের টানাপড়েন ভুলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আবার বামেদের হাত ধরতে চাইছে আইএসএফ। সেই জোট-বার্তাই সোমবারের চিঠিতে রয়েছে বলে খবর। তবে জোট হবে, দু’পক্ষ সমঝোতা করবে, না কি ‘একলা চলো’ পথে হাঁটবে— তার উত্তর মিলবে পরবর্তী সময়ে।

West Bengal Assembly Election 2026 CPIM ISF Biman Bose Naushad Siddiqui
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy