মৌসম বেনজির নূরের কংগ্রেস যোগদান এবং রাজ্যসভার সাংসদ হিসেবে পদত্যাগের পরে, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক রাজ্যের পাশাপাশি জাতীয় স্তরেও তিক্ত হবে বলে জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সূত্রের খবর, মমতা নেতাদের কাছে খোঁজ নিয়েছেন, ডিসেম্বরের শীতকালীন অধিবেশনে রাজ্যসভার দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের ঘরে বিরোধী সমন্বয় বৈঠকে তাঁর দলের কেউ যোগ দিয়েছিল কি না। তাঁকে জানানো হয়, না কেউ যায়নি।
তবে বিরোধী দলের বৈঠকে যোগ না দিলেও ওই অধিবেশনে সংসদ চত্বরে কংগ্রেসের ধর্নাগুলিতে দলের পক্ষ থেকে দুই বা তিন জন সাংসদকে পাঠানো হয়েছিল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি এসে জানিয়েছিলেন, ইন্ডিয়া মঞ্চ সক্রিয় রয়েছে। কিন্তু আসন্ন বাজেট অধিবেশনে কংগ্রেসের সঙ্গে কক্ষ সমন্বয়ের মতো বিষয়ও বন্ধ হয়ে যাবে বলে ইঙ্গিত মিলেছে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। বিধানসভা ভোটে কংগ্রেসকে একটি আসনও ছাড়ার তো প্রশ্নই নেই, জাতীয় স্তরেও বিজেপি বিরোধিতার মঞ্চে কংগ্রেসকে পাশে রাখবে না তৃণমূল। দলের এক নেতার কথায়, “কংগ্রেসকে একটা আসন ছাড়া মানেই তাদের ভার বহন করা। আমরা কেন তা করতে যাব?”
প্রসঙ্গত, আজ রাজ্যসভার অফিস জানিয়েছে, মৌসমের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফাপত্র এ দিনের তারিখে চেয়ারম্যান গ্রহণ করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)