Advertisement
E-Paper

নোয়া পরেই এসএসসি-র পরীক্ষায় বসেছিলেন সেই মনীষা! কল্যাণের দাবি, ‘সই আছে উপস্থিতির নথিতে’

রবিবার ছিল এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেই পরীক্ষা দিতে পূর্ব বর্ধমানের কালনার হিন্দু বালিকা বিদ্যালয়ে এসেছিলেন মনীষা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৮
Kalyan Banerjee claims that Manisha Sikder appeared for the SSC class 11th and 12th teacher recruitment exam

এসএসসি-তে গয়না পরে পরীক্ষা দেওয়ায় নিষেধাজ্ঞা। — ফাইল চিত্র।

হাতের নোয়া খুলে রেখে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বলায় গর্জে উঠেছিলেন এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী মনীষা সিকদার। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, নোয়া পরেই পরীক্ষা দেবেন। শোনা যায়, নিরাপত্তারক্ষীরা তাতে রাজি না-হওয়ায় গত রবিবার শিক্ষক নিয়োগের পরীক্ষা দেননি মনীষা। তবে এসএসসি-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি সর্বৈব অসত্য! পরে ফিরে এসে পরীক্ষা দিয়েছেন মনীষা। নোয়া খুলে পরীক্ষা দিয়েছেন না কি নোয়া পরে, তা স্পষ্ট না করলেও কল্যাণ জানান, যা নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনেই পরীক্ষা দিয়েছেন মনীষা। পরে পূর্ব বর্ধমান পুলিশের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়, পরীক্ষাকেন্দ্রের বাইরে বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মীরা দায়িত্বে ছিলেন। নোয়া ধাতব বস্তু তা-ই নিয়ম মেনেই ওই পরীক্ষার্থীকে আটকানো হয়েছিল। তবে পরে তা মিটে যায়। নোয়া পরেই ওই পরীক্ষার্থী পরীক্ষা দেন।

রবিবার ছিল এসএসসি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেই পরীক্ষা দিতে পূর্ব বর্ধমানের কালনার হিন্দু বালিকা বিদ্যালয়ে এসেছিলেন মনীষা। তিনি ছাড়াও ওই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন আরও ৩৯৬ জন। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় বিবাহিত মহিলা পরীক্ষার্থীদের হাতের নোয়া খুলে রেখে যেতে বলা হয়েছিল। অনেকেই প্রথমে আপত্তি জানান। তবে শেষ পর্যন্ত সেই নিয়ম সকলে মেনে নিলেও প্রতিবাদ করেন মনীষা। নিরাপত্তাকর্মীদের জানান, তিনি হাতের নোয়া খুলে পরীক্ষাকেন্দ্রে ঢুকবেন না। এই নিয়ে দু’পক্ষের বচসাও হয়। শোনা যায়, তিনি না কি পরীক্ষা না-দিয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। তবে সেই দাবি উড়িয়ে দিলেন কল্যাণ।

সূত্রের খবর, রবিবার এসএসসি-র পরীক্ষার উপস্থিতির নথিতে সইও রয়েছে মনীষার। কল্যাণ বলেন, ‘‘মনীষা ফিরে গিয়ে আবার পরীক্ষাও দিয়েছেন। যদি তিনি উত্তীর্ণ হন, তবে তো সবাই দেখতেই পাবেন।’’ তৃণমূল সাংসদের মতে, নিরাপত্তা সংক্রান্ত যা বিষয় রয়েছে, তা পুরোপুরি মেনে চলার পক্ষেই তিনি। মনীষা সম্পর্কে কল্যাণ বলেন, ‘‘সাংবাদিকদের সামনে অনেক কথা বলেছেন। প্রচার পাওয়ার জন্য। কিন্তু পরে পরীক্ষাতেও বসেছেন।’’

SSC Exam Kalyan Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy