লোকসভা নির্বাচনকে মাথায় রেখে দেশের সব রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্রের জন্য সমন্বয়কারীদের নাম ঘোষণা করল কংগ্রেস। রবিবার এআইসিসি-র তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনেই সংশ্লিষ্ট দায়িত্বে পেয়েছেন দলের পরিচিত প্রায় সব মুখ।
এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেনুগোপালের সই করা ওই বিবৃতিতে দেখা যাচ্ছে, এ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে সমন্বয়কারী হিসাবে প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, অসিত মিত্র, মিল্টন রশিদ, দলের একটি পদ থেকে সম্প্রতি ইস্তফা দেওয়া ঋজু ঘোষাল, সুমন পাল, শাহিনা জাভেদ, নিলয় প্রামাণিক, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, অশোক ভট্টাচার্য-সহ নানা পরিচিত মুখকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবার তালিকা দেখে রাতেই সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায় চৌধুরী।
কংগ্রেস সূত্রের বক্তব্য, এই সমন্বয়কারীদের দায়িত্ব হবে, ভোট সংক্রান্ত নানা তথ্য এআইসিসি-কে জানানো। যাঁদের নাম সমন্বয়কারী হিসাবে ঘোষণা করা হয়েছে, তাঁরা যে আগামী দিনে ভোটে প্রার্থী হতে পারবেন না, এমন কোনও বার্তাও দেওয়া হয়নি বলে এআইসিসি সূত্রের ব্যাখ্যা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)