আসন্ন পুরভোটের রণকৌশল ঠিক করতে কলকাতা পুরসভার ১৪৪ জন প্রার্থীকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেতৃত্ব। উপস্থিত থাকার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং পুরসভার প্রাক্তন মেয়র, তথা পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের মতো নেতার। শনিবার দুপুর ১টা নাগাদ মহারাষ্ট্র নিবাস হলে এই বৈঠক হওয়ার কথা।
কোভিড বিধি মেনে পুরভোটের প্রচার চালানোর উপর জোর দেওয়া হতে পারে শনিবারের বৈঠকে। সেই সঙ্গে ছোট ছোট প্রচারসভা এবং দুয়ারে দুয়ারে প্রচার করে যত বেশি সম্ভব মানুষের কাছে যাতে পৌঁছনো যায়, সে দিকে নজর দেওয়ার কথা বলা হতে পারে প্রার্থীদের। এ ছাড়াও কী ভাবে তাঁরা প্রচার করবেন, প্রচারের সময় কোন কোন বিষয়ের উপর নজর দেবেন, কী ভাবে মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেবেন—এই সব রণকৌশল ঠিক হতে পারে শনিবারের বৈঠক থেকে।