Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিমানবন্দরে হুমকি ফোনে গ্রেফতার ১

স্রেফ বন্ধুর ক্ষতি করতেই কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। মানিকতলা মেন রোডের কল্যাণ ভট্টাচার্য নামে ওই ব্যক্তি গ্রেফতার হলেন রবিবার। ৯ সেপ্টেম্বর ফোন করে এক ব্যক্তি সঞ্জয় নাম বলে ওই হুমকি দেন। নম্বরটি চিহ্নিত করে পুলিশ। কিন্তু জানা যায়, সিমটি যাঁর নামে কেনা, তিনি আসলে সেটি কেনেননি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৬ ০০:৫০
Share: Save:

স্রেফ বন্ধুর ক্ষতি করতেই কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। মানিকতলা মেন রোডের কল্যাণ ভট্টাচার্য নামে ওই ব্যক্তি গ্রেফতার হলেন রবিবার। ৯ সেপ্টেম্বর ফোন করে এক ব্যক্তি সঞ্জয় নাম বলে ওই হুমকি দেন। নম্বরটি চিহ্নিত করে পুলিশ। কিন্তু জানা যায়, সিমটি যাঁর নামে কেনা, তিনি আসলে সেটি কেনেননি। ওই ব্যক্তি জানান, এক বন্ধু কিছু দিন আগে তাঁর থেকে নথি নিয়েছিলেন। পুলিশ জেনেছে, কল্যাণই সেই বন্ধু।

পুলিশ জানায়, যে ফোন থেকে হুমকি দেওয়া হয়েছিল, তা বন্ধ ছিল। সেই নম্বরের সূত্রে মোবাইলের আইএমইআই নম্বর মেলে। সেই মোবাইলে ব্যবহৃত দ্বিতীয় নম্বর সংগ্রহ করে শুরু হয় নজরদারি। দেখা যায়, ঘটনার আগের দিন ঝাড়খণ্ডে গিয়ে কল্যাণ বিমানবন্দরে ফোন করেন। তার পরে ঝাড়খণ্ডেই ছিলেন। রবিবার পুলিশ দেখে, কলকাতা থেকেই ব্যবহার হচ্ছে ওই নম্বর। এর পরেই ধরা হয় কল্যাণকে। কল্যাণের কাছে মিলেছে একটি মোবাইল ও নষ্ট করা সিম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Airport Bomb Threat 1 Arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE