শেষ রাতে বিকট শব্দে ঘুম ভেঙে গিয়েছিল বাসিন্দাদের। তত ক্ষণে আগুন গ্রাস করে ফেলেছে একের পর এক দোকান। শুক্রবার রাত তিনটে নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে নিউ টাউনের একটি আবাসন সংলগ্ন রাস্তার ধারের কয়েকটি দোকানে। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনও খবর নেই।
প্রত্যক্ষদর্শীদের একাংশ জানান, প্রথমে দু’টি দোকানে আগুন দেখা যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। খবর পেয়ে দোকানদার এবং স্থানীয়দের অনেকে ছুটে যান। তাঁরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। ব্যবসায়ীরা দোকানে থাকা মালপত্র যে যতটুকু পেরেছেন, সরিয়েছেন। তবু শেষরক্ষা হয়নি। ছোট-বড় প্রায় ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে সাত-আটটি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। অনেক টাকার ক্ষতির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।
আগুন লাগার কিছু সময় পর থেকেই বিকট আওয়াজ পান বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দা জানান, গ্যাস সিলিন্ডার ফাটার মতোই আওয়াজ শোনা যায়। আগুন আরও ছড়িয়ে যায়। এক বাসিন্দা গৌতম দাস জানান, শোনা যাচ্ছে, হাইটেনশন তার ছিঁড়ে দোকানের উপরে পড়ায় এই বিপত্তি ঘটে। তবে দমকল জানায়, হাইটেনশন তার ছিঁড়ে এই বিপত্তি কি না, তদন্তের পরেই স্পষ্ট হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)