ভর সন্ধ্যায় মোবাইল ছিনতাই কলকাতায়! শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্যাংরার ডিসি দে রোডে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, রাস্তা দিয়ে যাওয়ার সময় এক যুবকের থেকে তাঁর মোবাইল ফোন ছিনতাই করে পালান দুই বাইকআরোহী। এর পর ওই ব্যক্তির চিৎকার শুনে পেট্রোলিংয়ে থাকা পুলিশকর্মী ওই বাইকের পিছু নেন। অবশেষে তাঁদের আটক করেছে পুলিশ। ধৃতদের রবিবার শিয়ালদহ আদালতে হাজির করানো হবে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম বিবেক রায়(২৪) এবং রোহিত রাজবংশী(২৫)। দু’জনেরই বাড়ি তপসিয়ায়। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওই দু’জন বাইকে চেপে ট্যাংরার ডিসি দে রোডে মহম্মাদ জুমানের মোবাইল ছিনতাই করেন বলে অভিযোগ। আচমকা ওই বাইকআরোহী জুমানের থেকে তাঁর মোবাইল কেড়ে নিয়ে চম্পট দেন। জুমান রাস্তায় ‘চোর চোর’ বলে চিৎকার করেন এবং ওই বাইকের পিছনে ধাওয়া করার চেষ্টা করেন। সেই সময় রাস্তায় টহল দিচ্ছিল পুলিশ। যুবকের চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন কর্তব্যরত পুলিশকর্মী। এর পর ওই ছিনতাইকারীদের বাইকের পিছু নেয় পুলিশ। খানিক দূরে একটি স্কুলের সামনে তাঁদের পাকড়াও করা হয়। তাঁদের কাছ থেকে জুমানের মোবাইল উদ্ধার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় অভিযুক্তদের বাইকও।
জুমানের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই দু’জন ছিনতাইকারীদের গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ধৃতদের রবিবার শিয়ালদহ আদালতে হাজির করানো হবে ।