গল্ফগ্রিনের কলাবাগান এলাকায় বৃদ্ধর রহস্যমৃত্যুর অভিযোগে আটক করা হয়েছিল তাঁর জামাইকে। পুলিশি জেরার মুখে পড়ে দোষ স্বীকার করে নিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, সেদিন সন্ধ্যাবেলায় পারিবারিক কারণে কন্যা সৌমশ্রী গুপ্তের সঙ্গে ঝগড়া বাধে মৃত সমীক কিশোর গুপ্তের। সেই সময় তার জামাই সঞ্জিত দাস সেখানেই উপস্থিত ছিলেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে, তিনি তাঁর শ্বশুরকে খাট থেকে বলপূর্বক নামিয়ে এনে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেন। সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে মাথায় চোট পান বৃদ্ধ। সেই অবস্থায় তাঁকে আবার তুলে নিয়ে এসে ফের সিঁড়ি থেকে ঠেলে দেওয়া হয়। তাঁর পরেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পর তাঁর কন্যা এবং জামাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরের দিন সকাল বেলায় প্রতিবেশীরা গল্ফগ্রিন থানায় খবর দিলে, পুলিশ এসে মৃতের জামাইকে গ্রেফতার করে।
আরও পড়ুন:
পুলিশ আরও জানায়, যে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতের পুত্র সুজয় গুপ্তকে অচৈতন্য অবস্থায় দোতলার ঘর থেকে উদ্ধার করে তাঁকে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। মৃতর স্ত্রী জয়শ্রী গুপ্তর বয়ানের ভিত্তিতে মামলা রজু করেছে গল্ফগ্রিন থানার পুলিশ।