গল্ফগ্রিনের কলাবাগান এলাকায় নিজের বাড়ির সিঁড়িতে মিলল ৭৫ বছরের বৃদ্ধের রক্তাক্ত দেহ। শনিবার সকালে ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
পুলিশ সূত্রের খবর, গল্ফগ্রিনের ৩০ নম্বর কলাবাগানের বাসিন্দা ছিলেন শমীক কিশোর গুপ্ত নামে ওই বৃদ্ধ। তিনি এজি বেঙ্গলের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। সম্প্রতি তাঁর মেয়ের বিয়ে হয়েছিল। জামাইকে শনিবার আটক করা হয়েছে। পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয়দের একাংশ জানিয়েছেন, শমীকের পরিবারের সদস্যেরা পাড়ার কারও সঙ্গে মেলামেশা করতেন না। স্ত্রী দীর্ঘ দিন ধরেই অসুস্থ। তিনিই সকালে পাড়ার লোকেদের পুলিশে খবর দিতে বলেছিলেন। এ ছাড়া ঘটনার সময় বাড়িতে পুত্র ও কন্যা ছিলেন। পুত্রের মানসিক সমস্যা রয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত লেগে বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ক্ষেত্রে পিছন থেকে ধাক্কা মারার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। শমীকের বাড়িতে প্রায়ই ঝগড়াঝাঁটির ঘটনা ঘটত জানিয়েছেন প্রতিবেশীদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, শুক্রবার রাতেও বাড়ির ভিতর থেকে চিৎকারের আওয়াজ শোনা গিয়েছে।