এক অটোচালকের গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেফতার হল দু’জন। শনিবার রাতে নৈহাটি থেকে সুশান্ত দাস এবং রবিবার সুমন বন্দ্যোপাধ্যায় নামে মূল অভিযুক্তকে ধরে নাগেরবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার দক্ষিণ দমদম পুরসভার বেদিয়াপাড়ার তারকনাথ কলোনির ওই ঘটনায় অভিযুক্ত আরও এক জন এখনও অধরা।
বৃহস্পতিবার ভোরে কালীপুজোর বিসর্জন সেরে বাড়ি ফিরছিলেন অটোচালক রঞ্জিত কর্মকার। তখনই তাঁর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। রঞ্জিতের পিঠের দিকের বেশ কিছুটা অংশ ঝলসে যায়। বর্তমানে তিনি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ঘটনার পরে শাসকদল ঘনিষ্ঠ কয়েক জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ তোলে রঞ্জিতের পরিবার। অভিযোগ, এটি আচমকা অঘটন নয়, খুনের চেষ্টা হয়েছে। তবে, অভিযুক্ত তিন জনের খোঁজ মিলছিল না। শনিবার বিশেষ সূত্রে খবর পেয়ে নৈহাটিতে হানা দেয় পুলিশ। সেখানেই খোঁজ মেলে সুশান্তের। পরে রবিবার গ্রেফতার করা হয় সুমনকে। পুলিশ সূত্রের খবর, ধৃতদের জেরা করে তৃতীয় জনের খোঁজ চলছে।
প্রসঙ্গত, এই ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ ধরা না পড়ায় দমদমের বাম নেতা-কর্মীরা নাগেরবাজার থানায় বিক্ষোভ দেখান। পরে তাঁরা স্মারকলিপিও দেন। আক্রান্তকে উদ্ধারের পরে বৃহস্পতিবার রাতে তাঁর পরিবারকে হুমকির মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ। আগামী বিধানসভা নির্বাচনের পরে তাঁদের দেখে নেওয়া হবে বলে শাসকদলের এক নেতার অনুগামীরা হুমকি দিয়েছেন বলে অভিযোগ। অভিযোগের তির ছিল স্থানীয় পুরপ্রতিনিধি তথা পুরসভার চেয়ারম্যান পারিষদ মৃন্ময় দাসের দিকে। যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ সূত্রের খবর, মামলা রুজু করে তদন্ত চলছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)