চিড়িয়াখানায় ছিল ৬৭২টি প্রাণী। হঠাৎ হয়ে গেল ৩৫১! মানে বেমালুম ‘উবে’ গিয়েছে ৩২১টি। গেল কোথায়? তা জানতে চেয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা। আদালত সূত্রে খবর, এই মামলার পরবর্তী শুনানি হতে পারে ২৪ জুলাই।
মামলাকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ২০২৩-২০২৪ সালেও ৬৭২টি প্রাণী ছিল তবে ২০২৪-২০২৫ সালে তা হয়েছে ৩৫১। শুধু এই অর্থবর্ষেই নয়, এমন বেমালুম ‘হাওয়া’ হয়ে যাওয়ার ঘটনা নাকি চলছে ৩০ বছর ধরে!তাই কলকাতা হাই কোর্টের কাছে সংস্থার আবেদন, গত দশ বছরের বিভিন্ন গরমিলের হিসাব চাক আদালত। গুরুতর এই অভিযোগ ওঠার পরেই আলিপুরের চিড়িয়াখানা পরিদর্শনে আসছে কেন্দ্রের চিড়িযানা কর্তৃপক্ষের প্রতিনিধি দল। রাজ্যের চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠকে বসবে কেন্দ্রের দল।
আরও পড়ুন:
তবে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ মনে করেছে, এই ভুল নেহাত গণনার জন্য। রাজ্য বন দফতরের দাবি, কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আলিপুরের চিড়িয়াখানা থেকে যে তথ্য পাঠানো হয়েছিল তাতে কোনও ভুল ছিল না। কেন্দ্রের রিপোর্টেই ভুল তথ্য প্রকাশিত হয়। যা নাকি রাজ্যের তরফে সংশোধন করতেও বলা হয়েছিল। তবে মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ, প্রাণীর সংখ্যা কমিয়ে দেখিয়ে আসলে জমি বিক্রি করার ছক কষা হচ্ছে। কেউ কেউ আবার সংখ্যার এই গরমিলের নেপথ্যে পাচারের আশঙ্কাও করেছেন।