Advertisement
০৭ মে ২০২৪

মাদকে মার্কিন জেরা ৫ চিনাকে

সিআইডি সূত্রের খবর, ধৃতদের কাছে অ্যামফেটামাইন জাতীয় মাদক পাওয়া গিয়েছে। চিনে ওই ধরনের মাদকে নিষেধাজ্ঞা নেই। তাই তাঁরা এখানেও তা বিক্রি করেছেন বলে জেরায় স্বীকার করেছেন ধৃতেরা।

জেরা: ভবানী ভবনে ঢুকছেন মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারেরা। মঙ্গলবার। ছবি: স্বাতী চক্রবর্তী

জেরা: ভবানী ভবনে ঢুকছেন মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারেরা। মঙ্গলবার। ছবি: স্বাতী চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জুলাই ২০১৮ ০৪:৩১
Share: Save:

মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারেরা মাদক কাণ্ডে ধৃত পাঁচ চিনা নাগরিককে জেরা করলেন। নার্কোটিক ড্রাগ কন্ট্রোল দফতরের অফিসারদের সঙ্গে মঙ্গলবার ভবানী ভবনে যান ওই দফতরের দুই অফিসার। ধৃত পাঁচ চিনা নাগরিক এখন সিআইডি-র হেফাজতেই আছেন।

সিআইডি সূত্রের খবর, ধৃতদের কাছে অ্যামফেটামাইন জাতীয় মাদক পাওয়া গিয়েছে। চিনে ওই ধরনের মাদকে নিষেধাজ্ঞা নেই। তাই তাঁরা এখানেও তা বিক্রি করেছেন বলে জেরায় স্বীকার করেছেন ধৃতেরা। ধৃতদের মধ্যে এক জন বেশ কয়েক বার আমেরিকায় গিয়েছেন। তিনি মার্কিন মুলুকে ওই মাদক ট্যাবলেট পাচার করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আমেরিকার কোথায় কোথায় গিয়েছিলেন, তাঁর পাসপোর্ট পরীক্ষা করে তার হদিস মিলেছে। মার্কিন ড্রাগ কন্ট্রোল দফতরের মাধ্যমে সেই সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chinese National Investigation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE